জয়-জয় নীতিই হচ্ছে মানবজাতির ভবিষ্যত: চীনা পররাষ্ট্রমন্ত্রী
2024-02-20 20:28:55


ফেব্রুয়ারি ২০: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘অন্যপক্ষের ক্ষতি’ কোনো যৌক্তিক বাছাই নয়, জয়-জয় নীতিই হচ্ছে মানবজাতির ভবিষ্যত। গত রোববার স্পেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করেন তিনি।


ওয়াং ই জোর দিয়ে বলেন, ‘অন্যপক্ষের ক্ষতির মনোভাব এড়াতে হবে, বহুদেশ এখন তা উপলব্ধি করেছে। আমাদের উচিত হাতে হাত রেখে একযোগে সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজের স্বার্থ রক্ষার সঙ্গে সঙ্গে অন্যপক্ষের স্বার্থ বিবেচনা করা, নিজের উন্নয়ন বাস্তবায়নের সঙ্গে সঙ্গে অভিন্ন উন্নয়ন এগিয়ে নেয়া, যাতে করে ‘জয়-জয়’ নীতি বাস্তবায়িত হবে। ‘জয়-জয়’ নীতি আমাদের অভিন্ন লক্ষ্য হওয়া উচিত বলেও চীনা পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। 


তিনি আরও জানান, এ লক্ষ্য বাস্তবায়ন করতে আমাদের ঐক্য জোরদার করতে হবে, পরস্পরের মৌলিক স্বার্থ বিবেচনা করতে হবে, আদর্শিক পক্ষপাত ছেড়ে দিতে হবে এবং হাতে হাত রেখে একযোগে মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। পাশাপাশি, সব পক্ষকে একযোগে বিশ্বের আধুনিকায়ন এগিয়ে নেয়ার আহ্বানও জানান ওয়াং ই। 


চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতীর অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ধারণা উত্থাপন করেছেন। বিভিন্ন পক্ষের সাথে একযোগে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ ও বৈশ্বিক সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন করে চীনা বৈশিষ্টময় আধুনিকায়নের মাধ্যমে বিশ্বের জন্য আরও সুযোগ বয়ে আনতে ইচ্ছুক চীন। একযোগে মানবজাতীর আরও সুন্দর ভবিষ্যত সৃষ্টি করার প্রত্যাশার কথাও জানান ওয়াং ই।

(আকাশ/হাশিম/ফেইফেই)