চীনের বিরুদ্ধে যুক্তিহীন অভিযোগ বন্ধে চীনা মুখপাত্রের আহ্বান
2024-02-20 19:45:11

ফেব্রুয়ারি ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ন্যাটোর উচিত উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি না করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা।

 

গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে মাও নিং ইউক্রেন সমস্যায় চীনের অবস্থান সম্বন্ধে ন্যাটো মহাসচিবের মন্তব্য নিয়ে উপরোক্ত মন্তব্য করেন।

 

মুখপাত্র বলেন, ন্যাটোর মতো চীন কখনই অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। ইউক্রেন সমস্যায় চীনের অবস্থা বরাবরই স্পষ্ট। ন্যাটোর উচিত অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, চীনের বিরুদ্ধে যুক্তিহীন অভিযোগ না করা, বৈরিতা বন্ধ করা, এছাড়া ইউরোপের শান্তি ও স্থিতিশীলতার জন্য ন্যাটোর কিছু বাস্তব কাজ করতে হবে বলেও মনে করেন মাও নিং।

(শুয়েই/হাশিম/আকাশ)