‘কেউ নীল রং পছন্দ করে’
2024-02-20 18:04:05

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সু ইয়ুং খাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সু ইয়ুং খাং, ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন কণ্ঠশিল্পী ও অভিনেতা।

১৯৮৫ সালে সু ইয়ুং খাং হংকংয়ের চতুর্থ নতুন কণ্ঠশিল্পী সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার লাভ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে পা রাখেন। ১৯৮৯ সালে সু ইয়ুং খাং-এর প্রথম অ্যালবাম ‘অনিদ্রা’ প্রকাশিত হয়।

১৯৯০ সালে সু ইয়ুং খাং হংকংয়ের রেডিও নতুন কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার জিতে নেন। ১৯৯২ সালে সু ইয়ুং খাং আনুষ্ঠানিকভাবে সিনইপাও রেকর্ডসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। সেই বছর সু ইয়ুং খাং হংকংয়ের টিভিবি’র টিভি সিরিজ ‘প্রথম আদালতে’ অভিনয় করেন।

বন্ধুরা, এখন শুনুন সু ইয়ুং খাং-এর কণ্ঠে ‘কেউ নীল রং পছন্দ করে’ গানটি। গানের কথায় বলা হয়, নীল হল এমন একটি পরিবেশ যা রাত বাড়ার সাথে সাথে আরও শান্ত ও সুন্দর হয়ে ওঠে। নীল হল এক ধরনের সংগ্রাম যেখানে তুমি যত বেশি ঈর্ষান্বিত এবং ঘৃণ্য হবে, তুমি তত বেশি সুখী হবে। নীল এক ধরনের উত্তেজনা যা মোহনীয় কিন্তু খুব বাস্তব। আমি শুধু বুঝতে পারি কিন্তু বলতে পারি না। অনির্বচনীয় আনন্দ। মাঝরাতে তোমার কথা ভাবছি, আর ভালো করে ঘুমাতে পারছি না। নীল হল একাকীত্বের তৈরি মদ, তারার সাথে পান করা।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন সু ইয়ুং খাং-এর গান ‘তুমি চলে যাওয়ার পরে’। গানের কথায় বলা হয়, যখন থেকে তোমাকে যেতে দেখলাম, আমার হৃদয় শুধুমাত্র অতীত দেওয়া যেতে পারে।  প্রতি রাতে স্মৃতির পথ অনুসরণ করে। তোমাকে না হারানো পর্যন্ত বুঝবো না। কষ্ট না করে কিভাবে দুঃখের গান গাইতে হয়। কেন আমরা দীর্ঘদিনেও একাকীত্বে অভ্যস্ত হতে পারি না? আমি শিখতে পারি না। শুধু নিজের সাথে থাকি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সু ইয়ুং খাং-এর গান ‘একাই আনন্দিত হতে চাই না’। গানের কথাগুলো এমন: সূর্যের আলো আমাকে উত্তেজিত করে। কে আমার হৃদয় বোঝে তা কখনই চিন্তা করি না। আমি শুধু একা থাকি আর দেখি- দিগন্ত কত বিশাল। আমি আমার গর্বকে প্রশ্রয় দিই এবং যদি আমি কাউকে পছন্দ না করি তবে আমি পরোয়া করি না। তবে আমি সুখী হতে চাই না কারণ আমি এটি অতীতে উপলব্ধি করিনি। আমি আশা করি আমি তোমাকে সঙ্গ দিতে এবং আমার অনুভূতি শেয়ার করতে পারি।

আচ্ছা, শুনুন গানটি।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু ইয়ুং খাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)