ড্রাগন বর্ষের বসন্ত উত্সব বিশ্বকে চীনের অর্থনৈতিক প্রাণশক্তি দেখিয়েছে
2024-02-19 19:56:23

ফেব্রুয়ারি ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীনের ভিসা-মুক্ত ‘বন্ধুদের বৃত্ত’ প্রসারিত হচ্ছে এবং এ বসন্ত উত্সবে পর্যটনের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বসন্ত উত্সব বিশ্বব্যাপী পর্যটন ব্যয়ের সর্বোচ্চ সময় হয়ে উঠেছে।

জাতিসংঘের পর্যটন সংস্থা চীনের অভ্যন্তরীণ এবং বহির্মুখী পর্যটন ২০২৪ সালে তার পুনরুদ্ধারকে ত্বরান্বিত করবে এবং বিশ্ব পর্যটন বাজারের পুনরুদ্ধারের প্রচার করবে বলে পূর্বাভাস দিয়েছে।

ড্রাগনবর্ষের বসন্ত উত্সব বিশ্বকে চীনের অর্থনীতির প্রাণশক্তি দেখিয়েছে, যা সারা বছর ধরে বাজারের প্রত্যাশা এবং আস্থা বাড়ায়। বসন্ত উত্সবের ছুটিতে, চীনা অভ্যন্তরীণ পর্যটকরা ভ্রমণে মোট ৬৩২.৬ বিলিয়ন ইউয়ান ব্যয় করেছেন, যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৭.৭ শতাংশ বেড়েছে।

(জিনিয়া/হাশিম/ফেই)