দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের তথাকথিত আগ্রাসী মন্তব্যের অভিযোগ খণ্ডন করেছেন ওয়াং ই
2024-02-19 18:26:28

ফেব্রুয়ারি ১৯: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্থানীয় সময় গত শনিবার মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে ‘চীন অধিবেশনে’ একটি মূল বক্তৃতা দেন এবং প্রশ্ন গ্রহণ করেন। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন আগ্রাসী মন্তব্য করেছে, এমন মন্তব্য খণ্ডন করে বেইজিং।

ওয়াং বলেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জ বরাবরই চীনের ভূখণ্ড। ১৯৬০ এবং ১৯৭০এর দশকে, কিছু দেশ ক্রমাগতভাবে চীনের কিছু দ্বীপ দখল করে। তবে, চীন সবসময় সংযম দেখিয়েছে এবং বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য জোর দিয়েছে। চীনের আগ্রাসী মন্তব্য একটি ভিত্তিহীন অভিযোগ। ২০০২ সালে, চীন আসিয়ান দেশগুলোর সাথে দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষরের প্রচার করেছিল, যা কার্যকরভাবে দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে।

ওয়াং ই জোর দিয়ে বলেন, দক্ষিণ চীন সাগরে শান্তি, স্থিতিশীলতা এবং নৌচলাচল ও ওভারফ্লাইটের স্বাধীনতা বজায় রাখার জন্য চীন এবং আসিয়ান দেশগুলোর ‘দক্ষিণ চীন সাগরে আচরণবিধি’তে পৌঁছানোর ক্ষমতা ও প্রজ্ঞা রয়েছে। একইসঙ্গে অন্যান্য দেশের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা হয়েছে বলেও জানান ওয়াং ই।

জিনিয়া/হাশিম