বসন্ত উৎসবের ছুটিতে সংস্কৃতি ও পর্যটন বাজার সমৃদ্ধ ও সুশৃঙ্খল ছিল
2024-02-19 15:00:47

ফেব্রুয়ারি ১৯: চলতি বছর চীনের বসন্ত উৎসবের ছুটি চলাকালে সংস্কৃতি ও পর্যটন বাজার নিরাপদ, সমৃদ্ধ ও সুশৃঙ্খল ছিল। বাজারের প্রাণশক্তি ও পণ্যভোগের সম্ভাবনা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।

 

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, বসন্ত উৎসবে বিভিন্ন ধরনের প্রায় দেড় লাখ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে  অনলাইন ও সরাসরি প্রায় ৬৬ কোটি ৯০ লাখ মানুষ অংশ নেন।

 

এছাড়া অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল ৪৭ কোটি ৪০ লাখ যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪.৩ শতাংশ বেশি। পর্যটন খাতে ব্যয় হয়েছে ৬৩২.৬৮৭ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭.৩ শতাংশ বেশি।

 

বিভিন্ন দেশের সঙ্গে পারষ্পরিক ভিসামুক্ত ব্যবস্থা, সুবিধাজনক কাস্টমস ক্লিয়ারেন্স এবং বিমান চলাচল পুনরায় শুরু হওয়াসহ বিভিন্ন অনুকূল নীতির ফলে চীনে প্রবেশ ও বাইরে যাওয়া সহজ হয়েছে। ফলে পর্যটনশিল্প দ্রুত উন্নতি করেছে। ছুটির দিনগুলোতে চীনে গমন ও আগমনকারী পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৬৮ লাখ৩০ হাজার । (প্রেমা/শান্তা/শিশির)