ইউক্রেন সমস্যার সমাধানে চীন চেষ্টা অব্যাহত রাখবে: ওয়াং ই
2024-02-19 18:37:09

ফেব্রুয়ারি ১৯: চীন অব্যাহতভাবে ইউক্রেন সমস্যার সমাধান, যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালন করবে।

স্থানীয় সময় শনিবার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিউনিখ নিরাপত্তা সম্মেলন চলাকালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা’র সঙ্গে সাক্ষাত্কারে এ মন্তব্য করেন।

ওয়াং ই বলেন, চীন ও ইউক্রেন অনেক বছর আগে থেকে কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। দু’দেশের জনগণের মধ্যে ঐতিহ্যগত মৈত্রী রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন আশা করে চীন-ইউক্রেন সম্পর্ক স্বাভাবিকভাবে বিকশিত হবে এবং দু’দেশের জনগণের উপকার অব্যাহত থাকবে। জরুরী পরিস্থিতিতে চীনা কর্মীদের নিরাপদে সরিয়ে নিতে ইউক্রেনের সাহায্যের জন্য ওয়াং ই আবারও ধন্যবাদ জানান। চীনা জনগণ এটি কখনই ভুলবে না বলে উল্লেখ করেন তিনি।

ওয়াং ই বলেন, ইউক্রেন সমস্যার সমাধানে, চীন সমস্যাগুলোর রাজনৈতিক সমাধান মেনে চলে, শান্তি ও আলোচনার সমর্থন করে, সংঘর্ষ জড়িত এলাকা বা সংঘাতের পক্ষের কাছে প্রাণঘাতি অস্ত্র বিক্রি করে না। যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের অবসান এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

কুলেবা বলেন, বিশ্ব মঞ্চে চীনের গুরুত্বপূর্ণ প্রভাব শক্তি রয়েছে। ইউক্রেন আশা করে, চীন অব্যাহতভাবে শান্তি আনয়নে গঠনমূলক ভূমিকা পালন করবে।

(শুয়েই/হাশিম/আকাশ)