চীন সবসময় অস্থিতিশীল বিশ্বের স্থিতিশীল শক্তি হবে
2024-02-19 19:22:26

জানুয়ারি ১৯: চীন সবসময় অস্থিতিশীল বিশ্বের একটি স্থিতিশীল শক্তি হিসেবে ভূমিকা পালন করবে।

আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন।

মাও নিং বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছেন এবং বক্তৃতা দিয়েছেন। তাঁর বক্তৃতার মূল বিষয় হল, চীন সবসময় প্রধান নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখবে এবং একটি অশান্ত বিশ্বে একটি স্থিতিশীল শক্তি হবে।

প্রথমত, চীন বড় দেশের সহযোগিতা বাড়ানোর স্থিতিশীল শক্তি হবে। চীন বড় দেশের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

দ্বিতীয়ত, চীন প্রধান সমস্যাগুলো মোকাবিলার স্থিতিশীল শক্তি হবে। চীন সক্রিয়ভাবে বিশ্ব নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন করবে, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না।

তৃতীয়ত, বিশ্ব শাসনকে জোরদার করার শক্তিশালী শক্তি হওয়া। চীন দৃঢ়ভাবে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে, বিশ্বের জন্য আরো বেশি গণপণ্য দেবে, বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের অবদান রাখবে।

চতুর্থত, বিশ্বের বৃদ্ধি বাড়ানোর স্থিতিশীল শক্তি হওয়া। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বাস্তবায়নে, উচ্চ মানের উন্নয়ন সম্প্রসারণ করতে, বিশ্বের কাছে আরো বেশি কল্যাণ বয়ে আনতে চীন চেষ্টা করবে বলে জানান মুখপাত্র।

(শুয়েই/হাশিম/আকাশ)