ড্রাগন বর্ষের বসন্ত উৎসবে চীনা অর্থনীতির প্রাণশক্তি ‘ অনুভব করেছে বিশ্ববাসী: সিএমজি সম্পাদকীয়
2024-02-19 17:03:44

‘বসন্ত উৎসব চীনে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটি। এই সময়ের ভোগ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ পরিমাপক হিসেবে বিবেচিত।’চীনের বসন্ত উৎসব সম্পর্কে স্প্যানিশ ‘এল মুন্ডো’ ওয়েবসাইটে এ কথা লেখা হয়েছে। এ বারের ড্রাগন বর্ষের বসন্ত উৎসবে চীনা অর্থনীতি বিশ্বকে ‘উষ্ণ স্রোত’ বা প্রাণের প্রবাহ  উপহার দিয়েছে।

পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালের বসন্ত উৎসবের ছুটিতে, চীনে অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা ৪৭৪ মিলিয়ন, অভ্যন্তরীণ ভ্রমণের ব্যয় ৬৩২.৩ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৩৪.৩ ও ৪৭.৩ শতাংশ বেড়েছে।  দেশ জুড়ে প্রবেশ ও  প্রস্থান করা দেশি-বিদেশির সংখ্যা ১৩.৫১ মিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৮ গুণ বেশি। ৮ দিনের ছুটিতে চলচ্চিত্র বক্স অফিসের আয় ৮ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।

এবারের বসন্ত উৎসব হল কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিধিনিষেধ শিথিল হওয়ার পর প্রথম বসন্ত উৎসব।

মানুষের যাতায়াতের ফলে  ভোগ প্রবণতা  বেড়েছে। বসন্ত উৎসবের ছুটিতে চীনারা মেলায় ঘুরে বেড়িয়েছে, লণ্ঠন-প্রদর্শনী উপভোগ করেছে। ঐতিহ্যবাহী রীতিনীতি ও নতুন প্রযুক্তির মিশেলের ফলে মানুষ নতুন অভিজ্ঞতা লাভ করেছে।

প্রাচীন চীনের ঐতিহ্যবাহী পোশাক নতুনভাবে জনপ্রিয়তা পেয়েছে। এই ধরনের ঐতিহ্যবাহী পোশাক বিক্রির অনলাইন ওয়েবসাইটগুলো দারুণ ব্যবসা করেছে। অনেক জাদুঘর এইআর ও থ্রিডিসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পুরাকীর্তি প্রদর্শন করেছে, যা অনেক দর্শক আকর্ষণ করেছে।

নতুন প্রযুক্তির সাহায্যে ডিজিটাল ও স্মার্ট ধরনের নতুন পরিষেবা ভোক্তাদের উৎসাহ বাড়িয়ে তুলেছে।

অনলাইন লাইফ স্ট্রিমিংয়ে এইআই ডিজিটাল স্ট্রিমার নতুন কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে।  ভিডিও ওয়েবসাইটের নতুন সদস্য ‘ডিজিটাল বসন্ত উৎসবের পণ্য’ তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফ্লোর ওয়াশিং মেশিন, ডিশওয়াশার ও স্মার্ট দরজার তালা গৃহস্থালির নতুন তিনটি জনপ্রিয় সামগ্রী হয়ে উঠেছে। এসব নতুন ভোগের পেছনে রয়েছে চীনা অর্থনীতি উন্নয়নের নতুন শক্তি। ব্লুমবার্গের একটি মন্তব্যে বলা হয়: ‘চীনা ভোক্তা আরো সক্রিয় হয়ে উঠেছে, চীনা অর্থনীতির কিছু সূচক প্রত্যাশা ছাড়িয়ে গেছে’।

গত বছরের শেষে অনুষ্ঠিত চীনের কেন্দ্রীয় অর্থনীতি কর্ম সম্মেলনে মহামারির পর ভোগ পুনরুদ্ধার থেকে সম্প্রসারণ দ্রুত করার নির্দেশনা দেয়া হয়।

চীনা বাণিজ্য মন্ত্রণালয় ২০২৪ সালকে ‘ভোগ প্রচার বর্ষ’ হিসেবে নির্ধারণ করেছে এবং ধারাবাহিকভাবে ভোগ প্রচার কার্যক্রমের আয়োজন করবে। বিভিন্ন নীতি ও পদক্ষেপের প্রভাবে চীনের ভোগের সম্ভাবনা ক্রমাগত বাড়ছে এবং ভোগ কাঠামো ক্রমাগত উন্নীত হচ্ছে।

বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা ও আন্তর্দেশীয় ই-কমার্সের উন্নয়নের ফলে এবারের বসন্ত উৎসবে অনেক বিদেশি খাবার চীনা মানুষের টেবিলে হাজির হয়েছে। চিলির চেরি, নরওয়েজিয়ান স্যামন, ইকুয়েডরীয় চিংড়ি ও ফ্রেঞ্চ রেড ওয়াইন চীনের সবচেয়ে জনপ্রিয় বিদেশি খাবার।

চলতি বছর বসন্ত উৎসব প্রথমবারের মত জাতিসংঘের ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়। বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ মানুষ বিভিন্ন উপায়ে চীনের বসন্ত উৎসব উদযাপন করেছে। পারস্পরিক ভিসা ছাড়, কাস্টমস ক্লিয়ারেন্স সুবিধা এবং বিমান রুট পুনরায় চালু করাসহ বিভিন্ন অনুকূল নীতির জন্য বিদেশে ভ্রমণকারী চীনা পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। বসন্ত উৎসবে চীনা পর্যটকরা বিশ্বের ১৭০০টিরও বেশি শহরে ভ্রমণ করেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাওয়া চীনা পর্যটকের সংখ্যা ২০১৯ সালের একই সময়ের পর্যায়ে ফিরে এসেছে।

বসন্ত উৎসবের রমরমা বাণিজ্যের মাধ্যমে বিশ্ববাসী  চীনের অতি-বৃহৎ বাজারের সুবিধা দেখেছে এবং চীনা অর্থনীতির উষ্ণতা অনুভব করেছে। তারা চীনা অর্থনীতির তেজ ও শক্তি অনুভব করেছে।

জানুয়ারির শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ২০২৪ সালে চীনা অর্থনীতি প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.২ শতাংশ থেকে ৪.৬ শতাংশে উন্নীত করেছে। জার্মানির অর্থনৈতিক গবেষণা কেন্দ্র থেকে সম্প্রতি প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জার্মানির কোম্পানিগুলো বিশ্ব বাণিজ্য উত্তেজনায় সৃষ্ট ঝুঁকি মোকাবিলার জন্য চীনে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে।

বর্তমান চীনা অর্থনীতি চ্যালেঞ্জের সম্মুখীন হলেও দীর্ঘমেয়াদী ইতিবাচক ধারার মৌলিক অবস্থা পরিবর্তিত হয়নি। বসন্ত উৎসবকালীন ভোগের চাকচিক্য ও উষ্ণতা চীনা অর্থনীতির ইতিবাচক বৈশিষ্ট্যগুলো বৃদ্ধি করছে। ২০২৪ সালে চীনা অর্থনীতির পুনরুদ্ধার নিরবচ্ছিন্নভাবে হবে এবং বৈশ্বিক অর্থনীতির উন্নয়নে নতুন প্রাণশক্তি জোগাবে।

 (তুহিনা/শান্তা/শুয়েই)