লাওসের বিদ্যুৎ খাতের উন্নয়নে সাহায্য করছে চীন
2024-02-19 14:56:15

লাও ন্যাশনাল ট্রান্সমিশন গ্রিড কর্পোরেশনের আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠান সম্প্রতি লাওসের রাজধানী ভিয়েনটিয়ানে অনুষ্ঠিত হয়েছে। ভিয়েতনামের মূল গ্রিড অপারেটর হিসেবে এ কর্পোরেশন দেশটির ২৩০ কিলোভোল্ট ও এর উপরের গ্রিড এবং নিকটবর্তী দেশের সঙ্গে আন্তঃসীমান্ত নেটওয়ার্কিং প্রকল্পের দায়িত্ব পালন করে। এর মধ্য দিয়ে দেশটির জন্য নিরাপদ, স্থিতিশীল ও টেকসই ট্রান্সমিশন সেবা দেবে এ কর্পোরেশন। চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড এবং লাও ন্যাশনাল ইলেকট্রিসিটি কোম্পানির যৌথ বিনিয়োগে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে।

লাওসে সমৃদ্ধ জলবিদ্যুৎ সম্পদ এবং সৌরসম্পদ আছে। ২০২২ সালের শেষ নাগাদ দেশটিতে মোট ৯৩টি বিদ্যুৎকেন্দ্র ছিল, যেগুলোর মোট বিদ্যুৎ উত্পাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াটের বেশি। বর্তমানে বার্ষিক বিদ্যুৎ উত্পাদনের পরিমাণ ৫৮ দশমিক ৭ বিলিয়ন কিলোওয়াট ঘন্টায় দাঁড়িয়েছে। লাওসের মোট রপ্তানি বাণিজ্যে বিদ্যুতের অবদান সবচেয়ে বেশি। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ও গ্রিড নির্মাণের মধ্যে ব্যবধানের কারণে বর্ষাকালে জলসম্পদ অব্যবহৃত থাকে আবার শুকনো মৌসুমে মাঝেমাঝে বিদ্যুতের সংকট দেখা দেয়। বিভিন্ন অঞ্চলে উৎপাদিত প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ যথাসময়ে গ্রিডে যুক্ত করা যায় না।

এই পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ শিল্পের টেকসই উন্নয়ন বেগবান করার জন্য ২০২০ সালের সেপ্টেম্বরে চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড লাও ন্যাশনাল ইলেকট্রিসিটি কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিক অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করে এবং যৌথ বিনিয়োগে লাও ন্যাশনাল ট্রান্সমিশন গ্রিড কর্পোরেশন প্রতিষ্ঠা করে।

শুরুর দিকে পরীক্ষামূলক কার্যক্রমের পর্যায়ে দেশটির বৈদ্যুতিক সরঞ্জামের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। কোম্পানিটি ২ হাজার ৮শ’ কিলোমিটারের লাইনে ড্রোন টহল এবং ১৩টি সাবস্টেশন পরিদর্শন সম্পন্ন করেছে। ফলে ত্রুটির হিসাবে বের করা সম্ভব হয়েছে।

ভিয়েনটিয়ানের উপকণ্ঠে অবস্থিত ২৩০ কিলোভোল্টের নাক্সথং সাবস্টেশনে চীন ও লাওসের বিদ্যুৎ প্রযুক্তিবিদরা সতর্কতার সঙ্গে সরঞ্জাম পরীক্ষা করছেন। সাবস্টেশনের আগের খুচরা যন্ত্রাংশ সম্পূর্ণ ও মানসম্মত ছিল না এবং সেগুলো নিয়মিত পরীক্ষাও করা হতো না। এসব বিষয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল। চীনা প্রযুক্তিবিদ ওয়ে হংশেং বলেন, তারা যন্ত্রপাতি সম্পূর্ণরূপে সজ্জিত করার পাশাপাশি অপারেশন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়েছেন। সহযোগিতায় অংশ নেওয়ার জন্য তিনি লাওসে দেড় বছর ধরে আছেন। যোগাযোগে সুবিধার জন্য তিনি লাও ভাষা শিখছেন।

লাও ন্যাশনাল ইলেকট্রিসিটি কোম্পানির কর্মী ক্যাম্পার্স বলেন, পাওয়ার গ্রিড প্রযুক্তি ক্ষেত্রে লাওস ও চীনের বিনিময় জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এমন বিনিময় অধিকতরভাবে লাওসের বিদ্যুৎ প্রযুক্তি ও গ্রিড ব্যবস্থাপনা উন্নত করতে এবং বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল করতে সহায়তা করবে।

লাওসের জ্বালানি ও খনিমন্ত্রী ফোসে সায়াসোন জানান, লাও ন্যাশনাল ট্রান্সমিশন গ্রিড কর্পোরেশন হলো বিদ্যুৎ ক্ষেত্রে লাওস ও চীনের গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক প্রকল্প। আনুষ্ঠানিক যাত্রার সঙ্গে সঙ্গে কোম্পানিটি অধিকতরভাবে লাওসের গ্রিডের স্থিতিশীলতা ও নির্ভরশীলতা বাড়াবে এবং বিদ্যুতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতা উন্নীত করার পাশাপাশি অন্যান্য খাতের উন্নয়ন নেতৃত্ব দেবে এবং আরও ভালোভাবে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুতের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

মৌলিক শিল্প হিসেবে বিদ্যুৎ খাত হলো চীন-লাওস অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ক্ষেত্রেগুলোর অন্যতম। ২০১৯ সালের ডিসেম্বরে চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড ইয়ুননান প্রদেশের শিশুয়াংবাননার মেংলা বন্দরের মাধ্যমে লাওসে ১১৫ কিলোভোল্ট নেটওয়ার্ক পাওয়ার সাপ্লাই বাস্তবায়ন করে। ২০২৩ সালের আগস্ট পর্যন্ত চীন ও লাওস মোট ১৫ কোটি ৬০ লাখ কিলোওয়াট ঘন্টা দ্বিমুখী বিদ্যুৎ বিনিময় বাস্তবায়ন করেছে।

লাওসের তথ্যমাধ্যম বলছে, লাও ন্যাশনাল ইলেকট্রিসিটি কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো দেশটির বিদ্যুৎ খাত সংস্কারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীন ও লাওসের সহযোগিতার ধারাবাহিকতা ও গভীরতা লাওসের অভ্যন্তরীণ গ্রিড প্রসার ও আধুনিকায়ন বাস্তবায়নে সহায়তা দেবে, লাওসকে সম্পদে-প্রাধান্য দেশ থেকে অর্থনৈতিক প্রাধান্যের দেশে পরিণত করতে সাহায্য করবে এবং অর্থনৈতিক সমাজের টেকসই উন্নয়ন বেগবান করবে। (প্রেমা/রহমান)