মার্কিন ইন্দো-প্যাসিফিক কৌশলই ভৌগোলিক রাজনীতির বৈরিতার মূল কারণ: কেসিএনএ
2024-02-19 13:56:36

ফেব্রুয়ারি ১৯: মার্কিন ইন্দো-প্যাসিফিক কৌশল ভৌগোলিক রাজনীতির বৈরিতার মূল কারণ বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি  কেসিএনএ।

বার্তা সংস্থাটি গতকাল(রোববার) এক নিবন্ধে বলে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কৌশল যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী অবস্থান নিশ্চিত করার জন্য প্রবর্তিত হয়েছে। এ কৌশল কার্যকর করতে যুক্তরাষ্ট্র তার তাঁবেদার শক্তির সঙ্গে জোট বেঁধে অন্য অঞ্চলের দেশগুলোকে দমন করে, যা নানা অঞ্চলের জন্য বিশৃঙ্খলা ও যুদ্ধের সংকট তৈরি করেছে।

 

নিবন্ধে মার্কিন ইন্দো-প্যাসিফিক কৌশলকে এ অঞ্চলের বৈরিতা সৃষ্টির ‘স্ক্রিপ্ট’ বা চিত্রনাট্য বলে অভিহিত করা হয়।

 

নিবন্ধে আরও বলা হয়েছে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কৌশল সমৃদ্ধি বয়ে আনে না, বরং আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ চালায়, যার ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার প্রক্রিয়া ব্যাপকভাবে ব্যাহত হয়।

(রুবি/শান্তা)