বাড়িতে ফিরলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
2024-02-19 14:40:17

ফেব্রুয়ারি ১৯: গতকাল(রোববার)থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন  সিনাওয়াত্রা প্যারোলে মুক্তি পেয়েছেন।এদিন তিনি স্থানীয় পুলিশ হাসপাতালের চিকিত্সা গ্রহণের পর বাড়িতে ফিরে যান।

১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের আইনমন্ত্রী জানান, এ মাসে যে ৯৩০ জন বন্দী কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন,থাকসিন তাদের অন্যতম।  তাঁর প্যারোলে মুক্তির কারণ হিসেবে বলা হয়েছে যে, থাকসিনের বয়স ৭০ বছরেরও বেশি, তিনি গুরুতর রোগে আক্রান্ত এবং তার কারাগারে আটক থাকার সময় ৬ মাস পেরিয়ে গেছে।  

 

৭৪ বছর বয়সী থাকসিন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।২০০৬ সালে সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।এরপর তিনি দীর্ঘকাল ধরে বিদেশে নির্বাসিত জীবন যাপন করেছেন।

২০২৩ সালের আগস্ট মাসে থাইল্যান্ডে ফেরার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে।থাইল্যান্ডের সর্বোচ্চ আদালতের রায়ে  দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার ৮ বছরের কারাদন্ড হয়।(সুবর্ণা/শান্তা/শুয়ে ফেই ফেই)