ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতিতে ইসরায়েলের বিরোধিতা
2024-02-19 16:34:21

ফেব্রুয়ারি ১৯: ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল(রোববার) একটি বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধানে ‘আন্তর্জাতিক চাপ’কে ইসরায়েল প্রত্যাখান করে এবং দেশটি ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির বিরোধিতা বজায় রাখবে। 

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা কোনরকম পূর্বশর্ত ছাড়া শুধুমাত্র সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) ইসরায়েলকে আক্রমণ করার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান হবে  ‘সন্ত্রাসবাদের অভূতপূর্ব পুরস্কার’ এবং এটি ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার শান্তিপূর্ণ সমাধানকে বাধাগ্রস্ত করবে।

 (অনুপমা/শান্তা)