‘পিতামাতার জন্য গান’
2024-02-19 09:46:47

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ সিং সিয়াংয়ের কন্ঠে ‘পিতামাতার জন্য গান’। বন্ধুরা, পৃথিবীতে একমাত্র মা-বাবাই আমাদেরকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসেন। তাদের এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই, নেই কোনো কৃত্রিমতা। তারা কখনো আমাদের ত্যাগ করেন না এবং তাদের শত কষ্টের মাঝেও তারা আমাদের সুখী দেখতে চান। আমরাও আমাদের মা-বাবাকে ভালোবাসি। কিন্তু জীবনের হাজার রকমের ব্যস্ততা আমাদেরকে তাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তাই এই ব্যস্ততার মাঝেও যখনই সময় পাবেন, ছুটে যাবেন নিজের মা-বাবার কাছে। কারণ, আপনার মা-বাবা বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছেন। এখন শোনাবো কন্ঠশিল্পী লি রং হাও’র কন্ঠে ‘পিতামাতা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী লি রং হাও’র কন্ঠে ‘পিতামাতা’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে পিতামাতার ভালোবাসা-সম্পর্কিত গান শোনাতে চাই। গানের শিরোনাম হলো ‘যখন বৃদ্ধ হবে’; গেয়েছেন চাও চাও। তিনি ১৯৭৯ সালের ১৭ মার্চ চীনের শানতুং প্রদেশের লিয়াওছেন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন চীনা লোকগানশিল্পী এবং সংগীত প্রয়োজক। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী চাও চাও’র কন্ঠে ‘যখন বৃদ্ধ হবে’ শীর্ষক গান। চাও চাও’র ১২ বছর বয়সের সময় তার বাবা মারা যান। এই ঘটনা তার সংগীতে ভীষণভাবে প্রভাব ফেলে। হাইস্কুলে পড়ার সময় তিনি স্কুলের লেখক সমিতির কাজে অংশ নেন। তখন থেকে সংগীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। ১৯ বছর বয়সে তিনি একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ২০ বছর বয়স থেকে তিনি সংগীত রচনা শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বাতিঘর রক্ষক’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী চাও চাও’র কন্ঠে ‘বাতিঘর রক্ষক’ শীর্ষক গান। ১৯৯৮ সাল থেকে তিনি বেইজিংয়ে চীনা লোকসংগীত মহলে প্রবেশ করেন। ২০১০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি এ অ্যালবাম দিয়ে একটি সংগীত প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেন। ২০১৬ সালে ‘যখন বৃদ্ধ হবে’ গানটি একটি প্রতিযোগিতার শ্রেষ্ঠ দশটি গানের পুরস্কার লাভ করে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মেয়াদোত্তীর্ণ হরমোন’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী চাও চাও’র কন্ঠে ‘মেয়াদোত্তীর্ণ হরমোন’ শীর্ষক গান। আচ্ছা, বন্ধুরা, এখন আমি আপনাদেরকে পিতামাতার জন্য আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম হলো ‘সময় কোথায় চলে গেছে!’ গেয়েছেন কণ্ঠশিল্পী ওয়াং চেং লিয়াং। ওয়াং চেং লিয়াং ১৯৭৭ সালের ৩০ নভেম্বর সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও সংগীত-প্রয়োজক এবং সিছুয়ান শিল্প বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)