চীন-পাকিস্তান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে চায় বেইজিং: মুখপাত্র
2024-02-19 19:50:26

ফেব্রুয়ারি ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানের সাথে একযোগে নতুন যুগে আরও ঘনিষ্ঠ চীন-পাকিস্তান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার প্রতাশ্যা করে চীন। 


৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন ও প্রাদেশিক পরিষদ নিবার্চন হয়। এ সম্পর্কে চীনা মুখপাত্র জানান, চীন লক্ষ্য করেছে যে পাকিস্তানের সংশ্লিষ্ট নিবার্চন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এ জন্য অভিনন্দন জানায় চীন। ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশি দেশ হিসেবে, পাকিস্তানের জনগণের বাছাই চীন পুরোপুরি সম্মান করে। নিবার্চনের পর, পাকিস্তানের সংশ্লিষ্ট পক্ষসমূহ একযোগে রাজনৈতিক একতা ও সামাজিক স্থিতিশিলতা রক্ষা করতে পারবে এবং একযোগে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের ভবিষ্যত সৃষ্টি করতে পারবে বলে চীন আন্তরিকভাবে আশা করে। 


মুখপাত্র আরও জানান, চীন ও পাকিস্তান হচ্ছে সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশিদার। পাকিস্তানের সাথে একযোগে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও উন্নয়ন করে বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতা গভীরতর করবে বলে চীন প্রতাশ্যা করছে, যাতে দু’দেশের জনগণ উপকৃত হবে।   

(আকাশ/হাশিম/ফেইফেই)