চীনের শান্তিপূর্ণ পুনর্মিলনকে সমর্থন করতে হবে: ওয়াং ই
2024-02-19 18:36:24

ফেব্রুয়ারি ১৯: এক-চীন নীতি মেনে চলতে চীনের শান্তিপূর্ণ পুনর্মিলনকে সমর্থন করতে হবে বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তাইওয়ান ইস্যু নিয়ে স্থানীয় সময় শনিবার সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।

ওয়াং ই বলেন, তাইওয়ান বরাবরই চীনের অংশ। ১৯৪৩ সালে, চীন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সরকার যৌথভাবে কায়রো ঘোষণা প্রকাশ করে, এতে স্পষ্টভাবে বলা হয় যে তাইওয়ান, যা জাপান চুরি করেছিল, চীনকে ফিরিয়ে দিতে হবে। ১৯৪৫ সালের পটসডাম ঘোষণার অনুচ্ছেদ ৮-এ বলা হয়েছে যে, ‘কায়রো ঘোষণার বিধানগুলো বাস্তবায়িত হবে।’ জাতিসংঘের নথি আরও স্পষ্টভাবে তাইওয়ানকে চীনের একটি প্রদেশ হিসাবে চিহ্নিত করে। এগুলো সম্পূর্ণরূপে প্রমাণ করে যে তাইওয়ান ইস্যুটি একেবারে চীনের অভ্যন্তরীণ বিষয়। তাইওয়ান কখনই একটি দেশ ছিল না এবং হবেও না। এটি একটি মৌলিক ঐতিহাসিক সত্য এবং আন্তর্জাতিক সমাজের ঐকমত্য।

ওয়াং ই বলেন, তাইওয়ান অবশ্যই মাতৃভূমির কোলে ফিরে আসবে। তাইওয়ান প্রণালীর দু’তীর অবশ্যই একীভূত হবে। এটা হল ১৪০ কোটি চীনা মানুষের দৃঢ় সংকল্প এবং ইতিহাস উন্নয়নের প্রবণতা। তাইওয়ান প্রণালীর দু’তীরের স্থিতিশীলতা বিভিন্ন পক্ষের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। অন্যদিকে স্বাধীন

তাইওয়ান প্রয়াসীরা’ তাইওয়ানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

(শুয়েই/হাশিম/আকাশ)