চীনের জননিরাপত্তামন্ত্রী ওয়াং সিয়াও হোং ও মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির বৈঠক
2024-02-19 13:54:03

 ফেব্রুয়ারি ১৯: চীনের রাষ্ট্রীয় পরিষদের সদস্য ও জননিরাপত্তামন্ত্রী ওয়াং সিয়াওহোং গতকাল(রোববার) ভিয়েনায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বা   স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী আলেজান্দ্রো নিকোলাস মায়োরকাসের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

 

বৈঠকে ওয়াং সিয়াওহোং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সানফ্রান্সিসকোয় ঐতিহাসিক যে বৈঠকে মিলিত হয়েছিলেন, তা ভবিষ্যতমুখী ‘সানফ্রান্সিসকো সদিচ্ছা’র সূচনা করেছে।

 

দু’দেশ তাদের শীর্ষনেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য অনুযায়ী পরস্পরকে শ্রদ্ধা প্রদর্শন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতার মাধ্যমে অভিন্ন কল্যাণ লাভের ভিত্তিতে পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ ও প্রধান মনোযোগের বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা জানাবে এবং মাদক দমনে আইন প্রয়োগের সহযোগিতা ও সাংস্কৃতিক আদান-প্রদানে বাধা দূর করবে।

চীনা শিক্ষার্থীদেরকে অযৌক্তিকভাবে হয়রানি ও জিজ্ঞাসাবাদ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ওয়াং সিয়াওহোং যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চীনা নাগরিকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা যায়।

 (রুবি/শান্তা)