ওয়াং ইয়ের সঙ্গে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
2024-02-19 19:24:30

ফেব্রুয়ারি ১৯: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জার্মানির মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের সময় ১৭ ফেব্রুয়ারি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রেডসল অসিকরস্কির  সঙ্গে একটি বৈঠকে মিলিত হন।


এ সময় ওয়াং ই বলেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছরে, দু’দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন হচ্ছে। দু’পক্ষের উচিত অব্যহতভাবে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এগিয়ে নেয়া, একে অপরকে সম্মান ও আস্থায় নেয়া এবং একযোগে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নয়ন করা, বহুপক্ষবাদ বাস্তবায়ন করা, জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা পালন নিশ্চিত করায় সমর্থন দেয়া, এবং একযোগে ক্ষমতাদর্পী রাজনীতির বিরোধিতা করা।


ওয়াং ই আরও জানান, চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি পালন করে পোল্যান্ড। চীন এর প্রসংশা করে। পোল্যান্ড আরও দ্রুত্বগতিতে উন্নয়ন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চে দেশটি আরও বড় ভূমিকা রাখার ক্ষেত্রে চীন সমর্থন দেয়। চীন পোল্যান্ডের সাথে ‘ বেল্ট আন্ড রোড’ উচ্চ গুণগত মানের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান।  


ইউক্রেন সংকটসহ অভিন্ন উদ্বেগের বিষয়গুলো নিয়েও দুপক্ষ মতবিনিময় করেছে। 

(আকাশ/হাশিম/ফেইফেই)