লিবিয়ার বিভিন্ন পক্ষকে রাজনৈতিক পদ্ধতিতে মতভেদ নিরসনের জন্য জাতিসংঘের আহ্বান
2024-02-19 14:41:49

ফেব্রুয়ারি ১৯:  জাতিসংঘ মহাসচিবের লিবিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আবদুলায়ে বাথিলী শনিবার এক বিবৃতিতে লিবিয়ার বিভিন্ন পক্ষের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক মতভেদ নিরসনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, লিবিয়ার চলমান রাজনৈতিক অচলাবস্থা দেশটির ঐক্যের প্রতি বড় হুমকি।লিবিয়ার জনগণ আশা করেন,যত দ্রুত সম্ভব দেশের সামাজিক কাঠামো ও অর্থনীতির পুনর্গঠন করা হবে এবং দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা পুনরুদ্ধার করা হবে।তাই লিবিয়ার বিভিন্ন পক্ষের নেতাদের যৌথ প্রয়াসে একটি ঐক্যবদ্ধ দেশ গঠনে আহ্বান জানান তিনি।

২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি লিবিয়ায় গাদ্দাফি সরকারকে একটি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়।এরপর থেকেই দেশটিতে ক্রমাগত সহিংসতা ও গোলোযোগের সৃষ্টি হয়। জাতিসংঘের মধ্যস্থতায় ২০২০ সালের অক্টোবর মাসে লিবিয়ার বিভিন্ন পক্ষ জেনিভায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এবং নভেম্বর মাসে তিউনিসে আয়োজিত রাজনৈতিক সংলাপে দেশের নির্বাচন রোডম্যাপ নিয়ে একমত হয়েছে।তবে এখন পর্যন্ত লিবিয়ার সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।(সুবর্ণা/শান্তা/শুয়ে ফেই ফেই)