চীন-জার্মান সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে: ওয়াং ই
2024-02-19 17:43:27

ফেব্রুয়ারি ১৯: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ও জার্মানির মধ্যে মৌলিক স্বার্থের সংঘাত নেই এবং দু’দেশের অভিন্ন স্বার্থ অব্যহতভাবে সম্প্রসারিত হচ্ছে। মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে অংশ নেয়ার সময় ১৭ ফেব্রুয়ারি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এনাল এনা বেয়ারবকের সাথে বৈঠকে একথা বলেন তিনি।


ওয়াং ই বলেন, বতর্মান বিশ্ব পরিস্থিতি জটিল ও পরিবর্তনশীল। বড় দেশ ও বিশ্বের অর্থনৈতিক উন্নয়ণের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে, চীন ও জার্মানির উচিত যোগাযোগ বজায় রাখা, বোঝাপড়া জোরদার করা, পারস্পরিক আস্থা মজবুত করা এবং সঠিক পথে দু’দেশের সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নেয়া। উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দু’দেশের অবদান রাখা উচিত বলে মন্তব্য করেন ওয়াং। কারণ তা শুধু দু’দেশের ক্যলাণের সাথে সংগতিপূর্ণ তা নয়, বরং চীন-ইউরোপ এবং বিশ্বের জন্যও কল্যাণকর।


চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিগত এক বছরে, দু’দেশের বিভিন্ন স্তরের আদানপ্রদান সার্বিকভাবে পুনরুদ্ধার হয়েছে, সহযোগিতামূলক ব্যবস্থা আরও উন্নত হচ্ছে, বিভিন্ন খাতের সহযোগিতায় নতুন সাফল্য অর্জিত হচ্ছে। জার্মানির সাথে একযোগে মতৈক্য সম্প্রসারণ করা এবং মৌলিক স্বার্থ বিষয়ে পরস্পরের বোঝাপড়া ও সমর্থন বাড়াতে ইচ্ছুক চীন। 


গাজা সংঘর্ষ নিয়েও মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।  

(আকাশ/হাশিম/ফেইফেই)