চীন-আর্জেন্টিনা পররাষ্ট্র মন্ত্রী সাক্ষাত্
2024-02-18 19:07:41

ফেব্রুয়ারি ১৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেয়ার সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোর সঙ্গে সাক্ষাত্ করেছেন।

ওয়াং ই বলেন, আধা শতাব্দী ধরে, চীন ও আর্জেন্টিনা পরস্পরকে সম্মান করার ভিত্তিতে সহযোগিতা করে আসছে। চীন আর্জেন্টিনার সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের ভিত্তিতে উভয়পক্ষের কূটনীতিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রাখতে, একে অপরকে বুঝতে এবং একে অপরের মূল স্বার্থকে সমর্থন করতে, পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি ও সহযোগিতাকে গভীর করতে এবং চীন-আর্জেন্টিনা সম্পর্ককে একটি নতুন স্তরে উন্নীত করতে ইচ্ছুক।

এ সময় ডায়ানা মন্ডিনো বলেন, আর্জেন্টিনা-চীন সম্পর্ক অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে সবসময় গুরুত্বপূর্ণ। তাঁর দেশ চীনের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতে, বিভিন্ন খাতের যোগাযোগ সম্প্রসারণ করতে ইচ্ছুক। আর্জেন্টিনা অব্যাহতভাবে এক চীন নীতি মেনে চলবে বলেও জানান তিনি।

(শুয়েই/হাশিম/আকাশ)