আভদিইভকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী: মস্কো
2024-02-18 17:49:12

ফেব্রুয়ারি ১৮: ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষা শহর আভদিইভকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার বাহিনী। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতকাল (শনিবার) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া এক রিপোর্টে এ কথা জানান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানায়। রাশিয়ান বাহিনী বার্তমানে শহরটি থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের নির্মূল করছে এবং আভদিইভকা কোকিং প্ল্যান্টে আটকা পড়া ইউক্রেনীয় সেনাদের ঘিরে রেখেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের গতকালের সন্ধ্যার প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রসিডেন্ট বলেন, আভদিইভকা বিজয়ে সের্গেই শোইগুর রিপোর্ট তিনি শুনেছেন এবং এ জন্য রুশ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় সময় ১৭ ফেব্রুয়ারির ভোরবেলায়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার অলেক্সান্ডার সুরস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমকে জানান, রুশ বাহিনীর ঘেরাও অকার্যর করতে এবং ইউক্রেনের সৈন্যদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে তিনি তাদের প্রত্যাহার করে সুবিধাজনক স্থানে সরিয়ে এনেছেন।

(অনুপমা/হাশিম)