বিশ্বে স্থিতিশীলতার পক্ষের শক্তি হবে চীন: ওয়াং ই
2024-02-18 17:10:55

ফেব্রুয়ারি ১৮: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন দাঙ্গা-হাঙ্গামার বিশ্বে স্থিতিশীলতার পক্ষের শক্তি হবে চীন। গতকাল (শনিবার) মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ‘চায়না ডে’তে মূল ভাষণে এ কথা বলেন তিনি।

ওয়াং বলেন, বিশ্ব অস্থিরতায় ভরপুর। মানবজাতি বহু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সংরক্ষণবাদ ও আঞ্চলিক-নিরাপত্তা বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বয়ে আনছে, একতরফাবাদ ও ব্লক রাজনীতি আন্তর্জাতিক ব্যবস্থায় আঘাত হানছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সংকট সমাধান বিলম্বিত হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের মধ্যে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তনসহ নতুন চ্যালেঞ্জ একের পর এক আসছে। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি যাই ঘটুক না কেন, চীন বড় দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সবসময় প্রধান নীতিগুলোর ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা বজায় রাখবে বলে জানান তিনি।

চীন বড় রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বেগবান করা, কঠিন সমস্যা মোকাবিলা এবং বিশ্ব প্রশাসন জোরদার করা এবং বিশ্ব প্রবৃদ্ধি বাড়ানোর স্থিতিশীল শক্তি হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওয়াং ই। (প্রেমা/হাশিম/ছাই)