বসন্ত উত্সবে সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি সুষ্ঠু ছিল
2024-02-18 17:23:34

ফেব্রুয়ারি ১৮: চীনের গণ-নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শনিবার) বিকেল পাঁচটা পর্যন্ত চীনের সামাজিক পরিস্থিতি স্থিতিশীল ছিল। এ সময়ে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু ছিল এবং ফৌজদারি অপরাধ আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে।

বসন্ত উত্সবে ৫ হাজার ১০৮টি বৃহদাকার অনুষ্ঠান এবং ৫৮৮টি আতশবাজি অনুষ্ঠান নিরাপদ ও সুষ্ঠু ছিল। দর্শনীয় স্থানগুলোর সুশৃঙ্খল ছিল। সারা দেশের পরিবহন সাধারণত স্থিতিশীল ও সুশৃঙ্খল ছিল এবং এ সময়ে গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটে নি।

বসন্ত উত্সব চলাকালে বিভিন্ন সরকারি নিরাপত্তা সংস্থার দিনে গড়ে ১০.৩ লাখ পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন।

এ ছাড়া সার্বিকভাবে শহরের মহাচত্বর, স্টেশন ও বন্দর, গুরুত্বপূর্ণ সড়কে এবং জনসমাগমের স্থানে টহল জোরদার করা হয় এবং অপরাধমূলক কর্মাকাণ্ড নিয়ন্ত্রণ করা হয়।

(প্রেমা/হাশিম/ছাই)