শুধু সরাসরি আলোচনার মাধ্যমেই ফিলিস্তিন-ইসরায়েলের সমস্যার সমাধান সম্ভব: নেতানিয়াহু
2024-02-18 18:17:11

১৮ ফেব্রুয়ারি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গতকাল (শনিবার) বলেছেন, শুধু সরাসরি আলোচনার মাধ্যমেই ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধান করা যায়। তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ফের  বিরোধিতা করেছেন।

জেরুজালেমেপ্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা পূর্বশর্ত ছাড়াই সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। এ বিষয়ে ‘আন্তর্জাতিক চাপে’ ইসরায়েল নতী স্বীকার করবে না।  তিনি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমার নেতৃত্বে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির তীব্র বিরোধিতা করে যাবে।’

মিশরের রাজধানি কায়রোয় অনুষ্ঠিত গাজা উপত্যকার যুদ্ধবিরতি এবং আটক ব্যক্তিদের হস্তান্তর আলোচনা সম্পর্কে তিনি বলেন, ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের (হামাস) দৃষ্টিভঙ্গির কোন পরিবর্তন হয় নি, তাই ইসরায়েলের প্রতিনিধি দল মিশর ত্যাগ করেছে। হামাসের দৃষ্টিভঙ্গি বদলের আগে ইসরায়েল আলোচনার টেবিলে ফিরে যাবে না।

তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় সম্পূর্ণ বিজয় লাভ করার আগে ইসরায়েল লড়াই বন্ধ করবে না। তিনি বলেন, যারা দক্ষিণ গাজা উপত্যকা রাফাহ শহরে স্থল অভিযান চালানো থেকে ইসরায়েলকে বাধা দিতে চায় তারা ‘আমাদের যুদ্ধ হারাতে চায়’ এবং ‘আমি এটি হতে দেব না।’

২০১৪ সালের ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আর নতুন আলোচনা হয় নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গণমাধ্যম সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে যে, মার্কিন সরকার ইসরায়েল এবং সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েল স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আরব রাষ্ট্রগুলোর ইচ্ছার পরিপ্রেক্ষিতে আগামী মাসে মধ্যপ্রাচ্যে গৃহীত হওয়ার জন্য ইসরায়েলের একটি ‘উত্তম সুযোগ’ হবে।

১৩ ফেব্রুয়ারি থেকে মিশর, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিনিধিরা কায়রোয় গাজা উপত্যকার যুদ্ধবিরতি এবং  অ্যান্য বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করে। ইসরায়েল প্রধানমন্ত্রীর অফিস ১৪ ফেব্রুয়ারিই বিবৃতিতে জানায়, আলোচনার কোনো অগ্রগতি হয়নি।

(অনুপমা/হাশিম)