ইউক্রেন সংকটে চীনের অবস্থান ব্যাখা করেছেন ওয়াং ই
2024-02-18 19:54:15


ফেব্রুয়ারি ১৮: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জার্মানির মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের সময় শনিবার ইউক্রেন সংকটে চীনের অবস্থান তুলে ধরেছেন। 


ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন ইউক্রেন সংকট তৈরি করেনি, তবে তা সমাধানের জন্য ইতিবাচকভাবে কাজ করে আসছে। প্রেসিডেন্ট সি চিন পিংকে উদ্ধৃত করে তিনি বলেন, বিভিন্ন দেশের স্বার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা উচিত, জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলা উচিত, বিভিন্ন দেশের যুক্তিসঙ্গত উদ্বেগকে সম্মান করা উচিত। শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের প্রচেষ্টাকে সমর্থন দেয়া উচিত। ইউক্রেন সমস্যায় এটি চীনের অবস্থান। চীন এ সমস্যার সমাধানে অব্যহতভাবে কাজ করবে, আলোচনা এগিয়ে নেয়া ও শান্তি পুনরুদ্ধারের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা কখনোই পরিত্যাগ করা উচিত নয়; আলোচনা তাড়াতাড়ি পুনরুদ্ধার হলে, সব পক্ষের ক্ষয়ক্ষতি বন্ধ হবে। 


ইউক্রেন সংকট শুরুর পর পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বক্তব্য তুলে ধরেন ওয়াং ই। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে না, পারমাণবিক উপাদান ও স্থাপনার নিরাপত্তা রক্ষায় সব পক্ষের প্রচেষ্টা চালানো উচিত। চীন নিজের প্রতিশ্রুতি ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক দায়িত্ব পালন করেছে বলেও জানান ওয়াং ই। 

(আকাশ/হাশিম/ফেইফেই)