৩৭তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষসম্মেলনে সি চিন পিং-এর অভিনন্দন
2024-02-17 18:36:38

ফেব্রুয়ারি ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শনিবার) ৩৭তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষসম্মেলনে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

 

সি চিন পিং উল্লেখ করেন যে, বিশ্ব আজ এক শতাব্দীর বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং চীন ও আফ্রিকার প্রতিনিধিত্ব করা "গ্লোবাল সাউথ" উন্নত হচ্ছে, যা বিশ্ব ইতিহাসের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করেছে। আফ্রিকান ইউনিয়ন আফ্রিকান দেশগুলোকে ঐক্যের মাধ্যমে শক্তিশালী হবার জন্য একত্রিত করেছে এবং জোরালো একীকরণ ও অবাধ বাণিজ্য এলাকা নির্মাণ করেছে। আফ্রিকান ইউনিয়ন জি-২০তে যোগদান করেছে, বিশ্ব শাসনে আফ্রিকার প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর আরও বাড়িয়েছে। চীন এজন্য আন্তরিক অভিনন্দন জানায়।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন যে, গত এক বছরে চীন-আফ্রিকা সম্পর্ক গভীরভাবে বিকশিত হয়েছে এবং চীন-আফ্রিকা নেতাদের সংলাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ তাদের নিজ নিজ আধুনিকীকরণের পথ অন্বেষণে একে অপরকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের একটি নতুন অধিবেশন ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। তিনি চীন-আফ্রিকা সহযোগিতার জন্য একটি নতুন পরিকল্পনা করা এবং উচ্চ-স্তরের চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে ইচ্ছুক।

(শুয়েই/তৌহিদ/আকাশ)