ব্রিটিশ পররাষ্ট্র সচিবের সঙ্গে ওয়াং ই’র সাক্ষাত
2024-02-17 19:05:48


ফেব্রুয়ারি ১৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জার্মানির মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের সময় ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেছেন। 


বৈঠকে ওয়াং ই বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল, স্নায়ুযুদ্ধের চিন্তাধারা ও সংরক্ষণবাদ দেখা যায়, অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি ধীর, বিশ্ব নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে, চীন ও ব্রিটেনের উচিত কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং নিরাপত্তা ও শান্তি রক্ষায় যথাযথ ভূমিকা রাখা। এগুলো বাস্তবায়ন করতে দু’পক্ষের উচিত একযোগে অভিন্ন স্বার্থ সম্প্রসারণ করা, যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো, মতবিরোধ ও বিতর্ক সুষ্ঠুভাবে মোকাবিলা করা এবং দু’দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্বাস্থ্যকর স্থিতিশীল উন্নয়নের সঠিক পথে ফিরিয়া আনা। যা দু’দেশের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আন্তর্জাতিক সমাজের অভিন্ন প্রত্যাশা। 


চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শান্তি ও নিরাপত্তা খাতে বিশ্বের সবচেয়ে ভাল রেকর্ড সৃষ্টি করা বড় দেশ চীন। চীনের উন্নয়ন শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নে কাজ করবে।


জনাব ওয়াং ই আরও বলেন, প্রকৃত বহুপক্ষবাদ ধারণ করবে চীন। পাশাপাশি, জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, জাতিসংঘ সনদ-কেন্দ্রিক আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিতিমালা এবং আন্তর্জাতিক আইন-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা দৃঢ়ভাবে রক্ষা করবে চীন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)