পূর্ণ-প্রক্রিয়া’ জনগণতন্ত্রই সমাজতান্ত্রিক গণতন্ত্রের আসল বৈশিষ্ট্য: প্রেসিডেন্ট সি
2024-02-16 18:49:12

ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: ‘পূর্ণ-প্রক্রিয়ার’ জনগণের গণতন্ত্রই হলো সমাজতান্ত্রিক গণতন্ত্রের আসল বৈশিষ্ট্য; এটিই গণতন্ত্রের সবচেয়ে সুপরিসর, প্রকৃত ও কার্যকর রূপ।’ শুক্রবার প্রকাশিত এক নিবন্ধে এমনটা বলেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

ছিউশি জার্নালে প্রকাশিত ওই নিবন্ধে চীনের গণকংগ্রেস এবং ‘পূর্ণ-প্রক্রিয়ার’ গণতন্ত্র সম্পর্কে সি যা বলেছেন, তাতে তিনি মূলত জোর দেন এই ব্যাপারে যে, চীনের জনগণের হাতেই রয়েছে দেশ পরিচালনার মূল চাবিকাঠি।

নিবন্ধে সি চিনপিং উল্লেখ করেন, “চীনে ‘পূর্ণ-প্রক্রিয়া’র জনগণের এ গণতন্ত্রে প্রতিষ্ঠান ও পদ্ধতির একটি পূর্ণাঙ্গ সেটই শেষ কথা নয়; এর সঙ্গে নাগরিকদের পরিপূর্ণ অংশগ্রহণও রয়েছে।”

-ফয়সল/রহমান

তথ্য: সিজিটিএন