উন্নতির ধারা ধরে রেখেছে চীনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প
2024-02-16 18:52:06

ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা এসএমইগুলো গত জানুয়ারিতে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের উন্নতি করেছে। বুধবার চায়না অ্যাসোসিয়েশন অব এসএমই’র প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

আটটি প্রধান শিল্পখাতের প্রায় তিন হাজার এসএমই‘র ওপর সমীক্ষায় দেখা গেছে এ খাতের উন্নয়ন সূচক আগের চেয়ে কিছুটা বেড়ে ৮৯ দশমিক ২ পয়েন্টে পৌঁছেছে। গতবছরের একই সময়ের চেয়েও এ সূচক কিছুটা বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শুরুতে উৎপাদন বৃদ্ধি ও বসন্ত উৎসবের প্রাক্কালে কেনাকাটার কারণে এ প্রবৃদ্ধি দেখেছে এসএমই।

তবে পণ্যের চাহিদা ও বিক্রি বাড়লেও এসএমইগুলোকে এখন বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন।