সন্ত্রাসবাদবিরোধী ইস্যুর রাজনীতিকরণের নিন্দা করেছেন চাং চুন
2024-02-16 17:07:41

ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: সন্ত্রাসবাদের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা গ্রহণের আহ্বান জানান চাং।

এ সময় ‘দ্বৈত মানদণ্ড’ এবং ‘বেছে বেছে সন্ত্রাসবাদ দমন’ প্রক্রিয়ার বিরোধিতা করে সন্ত্রাসবাদবিরোধী ইস্যুর রাজনীতিকরণের নিন্দাও করেন চীনের এ স্থায়ী প্রতিনিধি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ঘোষিত সকল সন্ত্রাসী সংগঠন ও ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে লড়াই করার আহ্বানও জানান তিনি। এর জন্য একটি ‘সমন্বিত, ব্যাপক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা ধারণা’ গ্রহণ করে বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় জাতিসংঘকে প্রধান সমন্বয়কারী ভূমিকায় সমর্থন করতে হবে বলে জানান চাং।

তিনি বলেন, চীন সক্রিয়ভাবে আন্তর্জাতিক সন্ত্রাস দমন সহযোগিতায় নিযুক্ত। এ কাজে উন্নয়নশীল দেশগুলোকেও সাহায্য করছে। বিশেষ করে আফ্রিকার দেশগুলোর সন্ত্রাসবিরোধী সক্ষমতা বাড়াতেও সমর্থন দিচ্ছে এবং জাতিসংঘের সন্ত্রাসবিরোধী উদ্যোগেও সমর্থন করছে চীন।

নিরাপত্তা পরিষদের মিটিংয়ে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ক্রমাগত বৃদ্ধির প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে চাং বলেন, এ যুদ্ধের প্রভাবে বিভিন্ন দেশে ঘৃণামূলক অপরাধ ও সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়ছে। এই মুহূর্তে গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিপজ্জনক দিকে যাওয়া রোধ করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন তিনি।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের বাস্তবায়ন এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সকল পক্ষের সঙ্গে সহযোগিতা করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান চাং চুন।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।