হুয়াংইয়েন দ্বীপে অনুপ্রবেশ করা ফিলিপিন্সের জাহাজকে আইন অনুযায়ী সরিয়ে দিয়েছে চীন
2024-02-16 15:40:18

ফেব্রুয়ারি ১৬: চীনের কোস্ট গার্ডের মুখপাত্র কান ইউ আজ (শুক্রবার) এক প্রেস ব্রিফিংয়ে বলেন যে, গতকাল (বৃহস্পতিবার) ফিলিপিন্স ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াটিক রিসোর্সেস ব্যুরোর ৩০০৫ জাহাজ অবৈধভাবে চীনের হুয়াংইয়েন দ্বীপ সংলগ্ন জলাধারে অনুপ্রবেশ করেছিল। একাধিক সতর্কবার্তা অকার্যকর হওয়ার পর চীনা কোস্ট গার্ড আইন অনুযায়ী ফিলিপিন্সের জাহাজের শিপিং রুট নিয়ন্ত্রণ করে এবং জোরপূর্বক দূরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। চীনের আচরণ পেশাগত এবং মানদণ্ড অনুযায়ী সঠিক বলে মুখপাত্র উল্লেখ করেন।

 

মুখপাত্র আরো বলেন, হুয়াংইয়েন দ্বীপ এবং এর আশেপাশের জলসীমায় চীনের নিরঙ্কুশ সার্বভৌমত্ব রয়েছে। চীনের কোস্ট গার্ড আইন অনুসারে চীনের অধীনস্থ জলসীমায় নিজ অধিকার সুরক্ষা ও আইনি কার্যক্রম পরিচালনা করেছে; যা ন্যায়সঙ্গত। চীন দৃঢ়ভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করে।

লিলি/তৌহিদ