৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন ওয়াং ই
2024-02-15 18:58:50

ফেব্রুয়ারি ১৫: মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টোফ হিউসগেন, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এবং ফরাসি প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার ইমানুয়েল বোনের আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। এ সম্মেলনে চীনবিষয়ক সেমিনারে ভাষণ দেবেন ওয়াং ই। ভাষণে তিনি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে চীনের অবস্থান তুলে ধরবেন। তা ছাড়া ওয়াং ই স্পেন ও ফ্রান্স সফর করবেন। ফ্রান্সে অনুষ্ঠেয় চীন-ফ্রান্স কৌশলগত সংলাপেও যোগ দেবেন ওয়াং ই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে।

 

মুখপাত্র বলেন, মিউনিখ নিরাপত্তা সম্মেলন বিশ্বের প্রভাবশালী আন্তর্জাতিক নিরাপত্তা ফোরাম। চীন তাতে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে বড় বড় পরিবর্তন ঘটছে। বিশ্ব অশান্ত এবং পরিবর্তনের একটি নতুন যুগে প্রবেশ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্মেলনে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠন এবং সমতাসম্পন্ন ও সুশৃঙ্খল বিশ্বের মেরুকরণ সামনে রেখে চীনা উদ্যোগের প্রস্তাব করবেন।

তিনি আরও জানান, স্পেন ইইউ’র গুরুত্বপূর্ণ দেশ এবং চীনের সার্বিক কৌশলগত অংশীদার। এবারের সফরের মাধ্যমে চীন-স্পেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরের মৈত্রী ধারণ করা এবং পারস্পরিক আস্থা সুসংবদ্ধ করতে চায় বেইজিং।

 

ফ্রান্স সফর প্রসঙ্গে তিনি জানান, চলতি বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এ সফরের মাধ্যমে ফ্রান্সের সঙ্গে কৌশলগত যোগাযোগ গভীর করা, রাজনৈতিক আস্থা বাড়ানো, বাস্তব সহযোগিতা ও সাংস্কৃতিক আদান-প্রদান সম্প্রসারণ করার পাশাপাশি নানা বিষয়ে সমন্বয় ও যোগাযোগ বাড়াতে চায় বেইজিং। যাতে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা যায়।

(রুবি/তৌহিদ/লাবণ্য)