ছেংতু শহরের ১২ মাসের মেলা
2024-02-14 15:32:35

চীনের সি ছুয়ান প্রদেশের রাজধানী ছেংতু প্রাচীনকাল থেকে একটি বাণিজ্যিক শহর এবং বাণিজ্যের কারণে এ শহরের ব্যাপক উন্নতি হয়েছে। থাং ও সং রাজবংশ আমলে ছেংতুর বাণিজ্যিক বিনিময় মেলা এতো সমৃদ্ধ ছিল যে সরকারের উদ্যোগে ১২ মাসই মেলার আয়োজন হতো। প্রতি মাসে একটি বিষয়ের মেলা হতো। বাণিজ্য, নীতিমালা ও উত্সব ঐতিহ্য নিয়ে গঠিত এ মেলাসংস্কৃতি দেশব্যাপী ব্যবসায়ীদের আকর্ষণ করতো।

গত ৬ ফেব্রুয়ারি ছেংতু শহরে নতুন ১২ মাসের মেলা অর্থাৎ শহরের ভোগ্য ব্র্যান্ড শিরোনামে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, ছেংতু শহরে নতুন করে ১২ মাসের মেলা আয়োজন করা হবে এবং এর মাধ্যমে বাণিজ্য ও পর্যটনের সমন্বয়ে উন্নয়ন এগিয়ে নিয়ে নেওয়া হবে। প্রতি মাসের মেলায় আলাদা আলাদা প্রতিপাদ্য থাকবে এবং প্রতি সপ্তাহে একবার অনুষ্ঠান হবে।

সম্প্রতি ছেংতু সরকার ১২ মাসের মেলাকে শহরের ভোগ্য ব্র্যান্ডে পরিণত করার পরিকল্পনা প্রকাশ করে। বারো মাস মেলার জাদুঘর ও সড়ক এবং ১২ মাসের মেলা-বিষয়ক সাংস্কৃতিক স্যুভেনির তৈরি করাসহ বিভিন্ন বিষয় পরিকল্পনায় আন্তর্ভূক্ত করা হয়েছে। পাশাপাশি চীনা বর্ষপঞ্জির ১২ মাসের ঐতিহ্য অনুযায়ী মেলার থিম ঠিক করা হবে এবং চীনা ঐতিহ্যের সৌন্দর্য প্রদর্শন করা হবে মেলার মাধ্যমে। এক মাস এক থিমের মেলায় ভোগ বাড়ানো যাবে। বারোটি মাসের মেলার নামও প্রকাশ করা হয়েছে। প্রথম মাসের মেলা হবে লাইট মেলা। এটা চীনা নববর্ষের পুনর্মিলনের সময় এবং এর উদযাপনে লণ্ঠন শোসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। দ্বিতীয় মাসের মেলা হবে ফুলের মেলা, তৃতীয় মাসেরটি বৈশ্বিক পণ্য মেলা, চতুর্থ মাসেরটি কেনাকাটার মেলা এবং পঞ্চম মাসেরটি গ্রীষ্মকালীন মেলা। এরপর ষষ্ঠ মাসে অনুষ্ঠিত হবে সৌন্দর্য মেলা, সপ্তম মাসে রোমান্টিক মেলা, অষ্টম মাসে গ্রামের বাম্পার ফলনের মেলা, নবম মাসে চীনা ভেষজ ও স্বাস্থ্য মেলা, দশম মাসে মদ মেলা, একাদশ মাসে তুষার ও বরই ফুল উপভোগ মেলা এবং দ্বাদশ মাসে পুরাতন বছর বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর মেলা।

বসন্ত উত্সবের ছুটির মধ্যে ছেংতুতে ইতোমধ্যেই দ্বাদশ মাস ও প্রথম মাসের মেলা অনুষ্ঠিত হয়েছে। বাইশ জানুয়ারি অনুষ্ঠিত হয় চীনা ঐতিহ্যবাহী সংগীত ও লাইট মেলার উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি হয় ক্যাম্পিং উত্সব ও সুস্বাদু খাবার উত্সবসহ ৪০টিরও বেশি সাইড অনুষ্ঠান। ছাব্বিশ জানুয়ারি শুরু হয় ছেংতু আন্তর্জাতিক পান্ডা লাইট শো এবং বসন্ত কেনাকাটা উত্সব, নববর্ষের পুনর্মিলন খাবার, ঐতিহ্য অভিজ্ঞতাসহ ৩০টির বেশি বৈশিষ্ট্যময় অনুষ্ঠান।

জানা গেছে, পরে প্রতি মাসের মেলায় ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দ্বিতীয় মাসে ফুলের মেলার থিমে ২৪তম নাশপাতি ফুল ও আজেলিয়া ফুলের উত্সব এবং ২০২৪ বসন্ত ফুলের উত্সব অনুষ্ঠিত হবে। তৃতীয় মাসে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক খাবার ও পানীয় মেলা, যেখানে আসবে অনেক প্রদর্শক। তাদেরকে আকর্ষণ করতে ছেংতু শহরে অনুষ্ঠিত হবে জনপ্রিয় পাণীয়, সুস্বাদু খাবার ও এশিয়া-ইউরোপ ভোগ উন্নয়নসহ নানা অনুষ্ঠান।

চতুর্থ মাসের থিম হবে ফ্যাশন। তখন আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত হবে। তারপর পঞ্চম মাসে সংগীত-সাংস্কৃতিক অনুষ্ঠান-বিয়ার-খাবারের সমন্বয়ে গ্রীষ্মকালীন মেলা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ মাসে সৌন্দর্য, কসমেটিকস, মেডিক্যল সৌন্দর্য-বিষয়ক মেলা হবে। সৌন্দর্য-বিষয়ক পণ্য ও সেবা হবে এর মূল বিষয়। সপ্তম মাসের সপ্তম দিন চীনের ভালবাসা দিবস এবং এ উপলক্ষ্যে গয়না ও গাড়ি কেনাকাটা উত্সব হবে। অষ্টম মাসে সুন্দর গ্রাম ও গ্রামীণ ভোগ-বিষয়ক মেলা হবে। ২০২৪ চীনা কৃষকদের বাম্পার ফলন উত্সব হবে। নবম মাসের মেলায় দেখা যাবে চিকিত্সা ও ঐতিহ্যবাহী চীনা ভেষজ, স্বাস্থ্য ও বিশ্রাম বিষয়ক নানা অনুষ্ঠান। দশম মাসে খাবার, মদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে ছেংতু আন্তর্জাতিক সুস্বাদু খাবার, কফি উত্সব ও ছেংতু সস উত্সব অনুষ্ঠিত হবে। একাদশ মাসে বরই ফল উপভোগকে কেন্দ্র করে স্কিসহ শীতকালীন ক্রীড়া ও শীতকালীন খাবার বিষয়ক অনুষ্ঠান হবে। আর দ্বাদশ মাসে আবার আসবে নববর্ষ উদযাপন।

নতুন ১২ মাসের মেলা ছেংতুর সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারের প্রতিফলন এবং এ শহরকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভোগ শহরে পরিণত করার একটি পদক্ষেপ। এর মাধ্যমে চীনের সংস্কৃতি ও পর্যটক শিল্পের উন্নয়ন প্রদর্শিত হবে। তাহলে এবার বসন্ত উত্সবের ছুটিতে ছেংতুতে কী কী মজার অনুষ্ঠান হবে?

ছেংতু শহরের সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর উপ-প্রধান থাং সিয়াও ফেং জানান, লাইট শো ছাড়াও উত্সবের সময়ে ছেংতুতে উত্সব উদযাপনের ৬ বিষয়ে ২০০টি অনুষ্ঠান এবং ১৩০০টির বেশি ঐতিহ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাশাপাশি নিউ মিডিয়ার সাহায্যে পর্যটকরা ছেংতুতে বসন্ত উত্সবের মেলা ঘুরে দেখা, লাইট শো দেখা, বসন্ত উত্সবের খাবার খাওয়া, স্নো স্পোর্টস ও অন্যান্য ক্রীড়ায় অংশ নেওয়া, পান্ডা দেখা, উষ্ণ প্রস্রবণ ও সংগীত অনুষ্ঠান উপভোগ করা, জাদুঘর দেখা, ঐতিহ্য সম্পর্কে জানা, রাতের মেলা ঘুরে দেখাসহ ২১টি উপায়ে ছুটির সময় কাটতে পারবে। এ সব সম্পর্কিত তথ্য অনলাইনে পাওয়া যাবে।

বারোটি মাসের মেলার পাশাপাশি ২০২৪ সালে ছেংতুতে অনুষ্ঠিত হবে নানান আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী। যেমন তৃতীয় ও নবম মাসে দু বার আন্তর্জাতিক চা মেলা, সপ্তম মাসে আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী, গয়না প্রদর্শনী এবং অষ্টম মাসে কৃষি এক্সপো অনুষ্ঠিত হবে। তাছাড়া, বিয়ের এক্সপো, ডিজিটাল বিনোদন প্রদর্শনী, এনিমেশন প্রদর্শনী, পোশাক প্রদর্শনী এবং পোষা প্রাণী এক্সপোও ২০২৪ সালে ছেংতুতে অনুষ্ঠিত হবে।(শিশির/রহমান/রুবি)