আন্তর্জাতিক জ্বালানি কার্যালয় সিঙ্গাপুরে আঞ্চলিক সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠা করবে
2024-02-14 15:41:12

ফেব্রুয়ারি ১৪: সিঙ্গাপুরে একটি আঞ্চলিক সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে এবং চলতি বছরের দ্বিতীয়ার্ধে তা চালু হবে। আন্তর্জাতিক জ্বালানি কার্যালয় গতকাল (মঙ্গলবার) প্যারিস সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সংস্থাটির প্রধান ফাতিহ বিরল এ তথ্য জানিয়েছেন।

এটি প্যারিসের বাইরে প্রতিষ্ঠিত প্রথম কার্যালয়। জ্বালানি নিরাপত্তা ও পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর দ্রুত করাসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করতে এ কার্যালয় প্রতিষ্ঠিত হয়।

বিরল মনে করেন, দক্ষিণ-পূর্ব এশিয়া প্রাণবন্ত ও দ্রুত উন্নয়নের একটি এলাকা এবং বৈশ্বিক জ্বালানি রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।

উল্লেখ্য, আন্তর্জাতিক জ্বালানি কার্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। জ্বালানির তথ্যের পরিসংখ্যান, জ্বালানি বাজারের উন্নয়ন ও পর্যবেক্ষণসহ নানা কাজ করে এ সংস্থাটি।

(শিশির/তৌহিদ/রুবি)