‘ঠিক তুমি’
2024-02-14 14:53:11

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ বি ছাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চৌ বি ছাং, ১৯৮৫ সালের ২৬ ফেব্রুয়ারি চীনের হুনান প্রদেশের ছাংসা শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের সঙ্গীত মহলের খুব বিখ্যাত গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী। এ ছাড়া তিনি নিজেও একটি ফ্যাশন ব্রান্ড স্থাপন করেছেন।

১৯৮৫ সালে, চৌ বি ছাং চীনের হুনান প্রদেশের ছাং শা শহরের এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার নানা-নানী, দাদা-দাদি সবাই সঙ্গীতসম্পর্কিত কাজ করেন। তার বাবাও একজন সঙ্গীতপ্রেমী। চৌ বি ছাং-এর বাবা-মা আশা করেছিলেন, তিনি বড় হওয়ার পর একজন লেখক বা সাংবাদিক হবেন। তাই তাকে ‘বি ছাং’ এই নাম দিয়েছেন, কারণ এই নামের বাংলা অর্থ হল ‘লেখার ক্ষেত্রে মেধাবী’।

বন্ধুরা, এখন শুনুন চৌ বি ছাং-এর কণ্ঠে ‘ঠিক তুমি’ গানটি। গানের কথায় বলা হয়, অর্ধচন্দ্র দোলাতে থাকা মিল্কিওয়েকে ধরে রেখেছে। এই স্বপ্ন তুমি সীমাহীন উষ্ণতায় ডুবে আছে গোলাপ।  এই স্বপ্ন তুমি যদিও মেঘ আর কুয়াশা ধীরে ধীরে কেটে গেছে। সেখানে থাকুক বা না থাকুক আমি সমান খুশি। পাহাড়ে সৌন্দর্যের কোন ছাপ নেই। তুমি না বললে কে মনে রাখবে কি হয়েছে? এই স্বপ্ন তুমি স্বাধীনতার মাঝে বেঁচে থাকা অনুভব করো।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন তেং জি ছি’র গান ‘এক বছর পূর্তি’। গানের কথাগুলো এমন: আরও এক বছর পর

আবার এই মোড়ে গেলাম। কোণে কফির গন্ধ এখনও আছে। কিন্তু শেষ পর্যন্ত তুমি তা করোনি। তুমি যা বলেছ তা আমার পিঠের আড়ালে না, সেখানে উপস্থিত হয়নি। আমি তোমার সব মেসেজ মুছে ফেলেছি এবং আমি ভাল বোধ করছি। একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে একটি ছোট অঙ্গভঙ্গি, আমাকে দীর্ঘ সময়ের জন্য তোমাকে মিস করে। আমি তোমার ছবি লুকিয়ে রেখেছি। তবু তোমার জন্মদিন মনে আছে। আমি ভেবেছিলাম আমি খুব ব্যস্ত ছিলাম। এটা নিয়ে না ভাবার চেষ্টা করি।

আচ্ছা, শুনুন  এই গান।

বন্ধুরা, এখন শুনুন চৌ বি ছাং-এর গান ‘আমাকে বন্ধুরা মত ভালোবাসবে না’। গানের কথায় বলা হয়, আমাকে ভালোবাসো না, যেন বন্ধুকে ভালবাসার মত। বন্ধুত্ব ও ভালবাসার মধ্যে, তুমি কি কখনো আমার কথা ভেবেছ? শুধু ধূসর এলাকায় তুমি এবং আমি। এটা সম্ভব না, ভালোবাসা আর দিতে পারবো না।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি চৌ বি ছাং-এর আরেকটি গান, গানের নাম ‘হৃদয়’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ বি ছাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)