বিভিন্ন দেশে চীনের নববর্ষ উদযাপনে বৈচিত্র্যময় অনুষ্ঠান
2024-02-14 18:00:54

ফেব্রুয়ারি ১৪: বসন্ত উত্সব উপলক্ষ্যে অনেক দেশে বিভিন্ন ধরণের বর্ণাঢ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবং বিদেশি চীনা ও প্রবাসী চীনারা স্থানীয় জনগণের সঙ্গে উত্সবটি উদযাপন করেছেন। তারা চীনা সংস্কৃতি ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি পেরুর রাজধানী লিমার চায়না পার্কে অনুষ্ঠিত হয়েছে ‘হ্যাপি স্প্রিং ফেস্টিভ্যাল’অনুষ্ঠানটি। ঐতিহ্যবাহী ড্রাগন এবং সিংহ নাচের পাশাপাশি সুগার ব্লোয়ার এবং ডায়াবোলো খেলাসহ ইন্টারেক্টিভ সেশনও ছিল, যা অনেক লোকের দৃষ্টি আকর্ষণ করেছে। পেরুর পররাষ্ট্রমন্ত্রী এবং লিমার মেয়রসহ সেদেশের অনেক নেতা অনুষ্ঠান দেখেছেন।

ফ্রাঙ্কফুর্টে চীনা কনস্যুলেট জেনারেল সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ফ্রাঙ্কফুর্টে নিযুক্ত চীনা কনসাল জেনারেল হুয়াং তিয়ে ইয়াং জার্মান বন্ধুদের মধ্যে যারা বছরের পর বছর ধরে চীন-জার্মানি বন্ধুত্ব বেগবান করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন তাদের পুরস্কার প্রদান করেন। বিজয়ীরা চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং চীনা ও জার্মান জনগণের মধ্যে অব্যাহত বন্ধুত্বের বিষয়ে তাদের আশা প্রকাশ করেছেন। দেশ-বিদেশের সর্বস্তরের বন্ধুরাও কাগজ কেটেছেন, চা পান করেছেন এবং বসন্ত উৎসবের শ্লোক লিখে নববর্ষ উদযাপন করেছেন।

 

‘হ্যাপি স্প্রিং ফেস্টিভ্যাল’ সিরিজের কার্যক্রম হিসেবে সম্প্রতি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির রিফর্ম অ্যাভিনিউতে ড্রাগন রাশিচক্র সংক্রান্ত বাইসাইকেল সাজানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চীনা নববর্ষ এবং ড্রাগন উপাদান সম্বলিত বিভিন্ন সাইকেল সজ্জা উন্মোচন করা হয়েছে।

তা ছাড়া, বসন্ত উৎসব উদযাপনের জন্য ‘২০২৪ সালের নববর্ষের ড্রাগন বোট রেস’ সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে অনুষ্ঠিত হয়েছে।

লিলি/তৌহিদ