সিএমজি বসন্ত উৎসব গালা বা ছুন ওয়ান বিদেশে জনপ্রিয়তা পেয়েছে
2024-02-13 16:40:19

ফেব্রুয়ারি ১৩:  চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) প্রচারিত ২০২৪ বসন্ত উৎসব গালা বা ছুন ওয়ান নানা দেশের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বৈদেশিক প্রচারে নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং চীনা সংস্কৃতি প্রচারের একটি নেমকার্ডে পরিণত হয়েছে।

১২ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত, বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলের ২৩০০টি মিডিয়া ছুন ওয়ান সরাসরি সম্প্রচার করেছে বা অনুষ্ঠানটির খবর প্রচার করেছে। বিদেশে নানা ভাষায় ছুন ওয়ান সম্পর্কিত খবরগুলো দেখা হয়েছে ১১৪.২ কোটি বার এবং ভিডিও ৩৩.১ কোটি বার দেখা হয়েছে। ছুন ওয়ানের ড্রাগন থিমের নাচের চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে বিশ্বের ৬৮টি দেশ ও অঞ্চলের নেটিজেন এবং এর সংশ্লিষ্ট বিষয়ে ভিউ ৬৪.২ কোটি বার হয়েছে।

বিশ্বের ৪৯টি দেশের ৯০টি শহরের ৩২৮৫টি পাবলিক বড় মনিটরে ছুন ওয়ানের প্রচারমূলক ভিডিও চালানো হয়েছে।

 

রাশিয়ার দর্শক ওকরজিনা বলেছেন, ছুন ওয়ানের মঞ্চ চমৎকার এবং এর থেকে চীনের সংস্কৃতি ও ইতিহাস দেখা যায়। তিনি পরিবারের সঙ্গে ছুন ওয়ান দেখেছেন এবং সুন্দর সময় কাটিয়েছেন।

 

ইতালির দর্শক এমিলিয়ানো বলেন, সিএমজি ছুন ওয়ান খুব ভাল এবং তাঁর জন্য চীনকে জানার একটি মাধ্যম।

 

গুয়াতেমালার দর্শক জর্জে রামিরেজ বলেন, চীনের হাজার বছরের  ইতিহাস ও সংস্কৃতি আছে এবং সংস্কৃতিতে বড় অবদান রয়েছে। চীনা মানুষের জন্য ছুন ওয়ানের বিশেষ সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এবং অনেক দূরে থেকেও ছুন ওয়ানের মাধ্যমে চীনা সংস্কৃতির সৌন্দর্য উপভোগ করা যায়।

(শিশির/তৌহিদ/রুবি)