যত দ্রুত সম্ভব সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে চীনের আহ্বান
2024-02-13 16:03:32

ফেব্রুয়ারি ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে নিরীহ মানুষের হতাহত এড়ানোর জন্য দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জনৈক সাংবাদিক বলেন, সম্প্রতি ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং এতে গুরুতর হতাহত হয়েছে। ইসরায়েলি বাহিনী রাফাহ অঞ্চলে স্থল সামরিক অভিযান চালানোর পরিকল্পনাও গ্রহণ করেছে। এ প্রসঙ্গে চীনের মন্তব্য কি?

জবাবে মুখপাত্র বলেন, চীন রাফাহ অঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখছে। বেসামরিকদের ক্ষতি করা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী আচরণের বিরোধিতা ও নিন্দা করে চীন। রাফাহ অঞ্চলে ভয়াবহ মানবিক দুর্যোগ এড়াতে দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান মুখপাত্র।

লিলি/তৌহিদ