সহজ চীনা ভাষা: বসন্ত উত্সব
2024-02-13 10:00:30

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘ইয়ু লৌ ছুন, বসন্ত উত্সব’; এর চীনা ভাষা হলো ‘玉楼春·己卯岁元日’। বন্ধুরা, শুরুতে সবাইকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল চীনের পেইসোং রাজবংশের বিখ্যাত কবি মাও পাং রচিত একটি কবিতা। তার কবিতার ভাষা সুন্দর, বিষয় বৈচিত্র্যময়, আবেগ উন্মুক্ত ও অসংযত। তখনকার বিখ্যাত কবি সু শিও তার কবিতার উচ্চ প্রশংসা করেন। আজকের পাঠ হল, বসন্ত উত্সবের জন্য তিনি লেখা একটি কবিতা। কবিতায় লেখা হয়- বছরের শেষ দিন সবাই একসঙ্গে বছরের শেষ খাবার খায় এবং নতুন বছর স্বাগত জানানোর দৃশ্য। কবিতা দীর্ঘ না হলেও খুব সুন্দর ভাষা দিয়ে উত্সবের আনন্দময় পরিবেশ ও সে সময়ের অনেক রীতিনীতি তুলে ধরেন। যেমন থুসু মদ পান করা। থুসু মদ হান রাজবংশের বিখ্যাত ডাক্তার হুয়া থৌর উদ্ভাবিত এক ধরনের ঔষধি মদ। প্রাচীনকালে লোকজন থুসু মদ পান করে বসন্ত উত্সব উদযাপন এবং রোগ ও মহামারি প্রতিরোধ করত। এই মদে অন্তর্ভুক্ত আছে ভবিষ্যতের প্রতি মানুষদের অনেক শুভকামনা এবং বসন্ত উত্সবের প্রতীক হিসেবে তা বিবেচিত হয়। থুসু মদ পান করা ছাড়া লেখকও সেই সময়ের প্রাকৃতিক দৃশ্য লিখেছেন। গাছের ছোট কুঁড়ি ইঙ্গিত দেয় বসন্ত শীঘ্রই আসছে। পুরো কবিতা মানুষকে উত্সবের আনন্দ ও উষ্ণ পরিবেশ উপহার দেয়।

এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

末 mò শেষ  年末 nián mòবছরের শেষ  月末 yuè mò মাসের শেষ  这个月末他很忙 zhè gè yuè mò tā hěn máng এই মাসের শেষে সে খুব ব্যস্ত 年末这里的天气很冷 nián mò zhè lǐ de tiān qì hěn lěng বছরের শেষে এই জায়গায় আবহাওয়া খুব ঠান্ডা  每到年末人们都会回到家乡 měi dào nián mòrén mén dóu huì huí dào jiā xiāng  প্রতি বছর শেষে মানুষ জন্মস্থানে ফিরবে

酒jiǔ মদ  药酒 yào jiǔ ঔষধি মদ  喝酒 hē jiǔ মদ পান করা   他经常和朋友喝酒 tā jīng cháng hé péng yǒu hē jiǔ সে প্রায়শই বন্ধুর সঙ্গে মদ পান করে 他不喜欢喝酒tā bù xǐ huān hē jiǔ সে মদ পান করতে পছন্দ করে না।

预示 yù shì ইঙ্গিত করা   这个信号预示着未来的变化 zhè gè xìn hào yù shìzhe wèi lái de biàn huà এই সংকেত ভবিষ্যত পরিবর্তন ইঙ্গিত করেছে 树上的嫩芽预示着春天要来了 shù shàng de nèn yá yù shìzhe chūn tiān yào lái le গাছের কুঁড়ি ইঙ্গিত করে বসন্ত আসছে

氛围 fēn wéi পরিবেশ  热闹的氛围 rè nào de fēn wéiসরগরম পরিবেশ  紧张的氛围 jǐn zhāng de fēn wéi উত্তেজনাময় পরিবেশ  节日的氛围越来越浓了 jié  rì de fēn wéi yuè lái yuè nóng le উত্সবমুখর পরিবেশ  দিন দিন জোরালো হচ্ছে।