ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৪ দুবাইয়ে শুরু
2024-02-12 15:57:03

ফেব্রুয়ারি ১২: ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৪ মধ্যপ্রাচ্য সময় আজ (সোমবার) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে। শীর্ষসম্মেলনটি ১৪ ফেব্রুয়ারি শেষ হবে।

‘সরকারের ভবিষ্যৎ গঠন’ থিমকে কেন্দ্র করে এবারের শীর্ষসম্মেলনের লক্ষ্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং আসন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে পরামর্শ দেওয়া। এতে ফোকাস করা হবে: সরকারের ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অত্যাধুনিক প্রযুক্তি, উন্নয়নের মডেল ও ভবিষ্যত অর্থনীতির পুনর্গঠন, ভবিষ্যত সমাজ ও শিক্ষা, স্থায়িত্ব ও নতুন বৈশ্বিক রূপান্তর এবং নগরায়ন ও বিশ্ব স্বাস্থ্য।

 

এ ছাড়া, গাজার পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন সংঘাত, বিভিন্ন দেশের নির্বাচন, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনসহ আন্তর্জাতিক বিষয়গুলো শীর্ষসম্মেলনে আলোচনা করা হবে।

লিলি/তৌহিদ