২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্য অর্জনে সক্ষম হবে বাংলাদেশে
2024-02-12 18:31:43

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ। সবাই একযোগে কাজ করলে ‘সোনার বাংলা’ বাস্তবে রূপ দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দেশটির আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “আমরা উন্নয়নশীল দেশের কাতার প্রবেশ করেছি। এ সবই আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে ধারাবাহিক উন্নয়নের ফলে সম্ভব হয়েছে। আমরা ২০৩০ সালের মধ্যে এসডিজি এর বেশিরভাগ লক্ষ্য অর্জনে সক্ষম হব। আমাদের সরকারের গৃহীত পরিকল্পনা মোতাবেক কাজ করলে ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সুখী-সমৃদ্ধ-উন্নত রাষ্ট্রের কাতারে শামিল হব- ইনশাআল্লাহ। আমাদের গৃহীত ডেল্টা প্ল্যান ২১০০ হবে বাংলাদেশের ভবিষ্যৎ টেকসই উন্নয়নের চাবিকাঠি।”

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই বাহিনী স্মার্ট ও আধুনিক হয়ে গড়ে উঠবে। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সাধারণ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা আছে বাংলাদেশর।”

এদিন সকাল ১০টার কিছু পরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা ও আনসার ভিডিপির ৪৪তম সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী।

এ সময় বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের ১৮০ জনকে আনসার পদক পরিয়ে দেন সরকারপ্রধান। 

শুভ/শান্তা