বসন্ত উত্সব শুভকামনা ও প্রত্যাশা বহনকারী: বেলারুশের রাষ্ট্রদূত
2024-02-12 18:31:20

ফেব্রুয়ারি ১২: গত বছরের নভেম্বর মাসে চীনে নিযুক্ত হন বেলারুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার চেরভ্যাকভ তার সহকর্মীদের সঙ্গে চীনে প্রথমবারের মতো বসন্ত উত্সব উদযাপন করেছেন। সম্প্রতি তিনি প্রথমবারের মতো চীনা তথ্যমাধ্যমে সাক্ষাত্কার দিয়েছেন এবং সাক্ষাত্কারে চীনা বন্ধুদেরকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা করেন, রাষ্ট্রদূত হিসেবে ভবিষ্যতে চীনা সংস্কৃতি ও চীনা মানুষের জীবনজীবিকা সম্পর্কে জানাশোনার সুযোগ পাবেন এবং দু’দেশের মধ্যে মৈত্রী ও সহযোগিতা জোরদার করবেন।

 

তিনি বলেন, আমি লক্ষ্য করেছি বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনা মানুষ পার্ক ও রাস্তা সাজিয়েছে এবং নানাভাবে প্রস্তুতি নিয়েছে। স্বচক্ষে এ উত্সব উদযাপন দেখা আমার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। এটি একটি পুনর্মিলনের উৎসব। পরিবার, বন্ধু ও আত্মীয়স্বজন পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানায়, উপহার বিনিময় করে- যা ভীষণ আনন্দের। পরিবারের পুনর্মিলন ও প্রজন্মের পর প্রজন্মের উত্তরাধিকার একটি স্থিতিশীল ও সুষম সমাজ গড়ে তুলেছে।

 

গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো দু’বার সাক্ষাত করেছিলেন। সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নয়নের যৌথ বিবৃতি প্রকাশ করেছে দু’পক্ষ। এটি উচ্চ মানের একধরনের সহযোগিতামূলক সম্পর্ক এবং আমাদের নতুন কর্তব্য ও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমরা আর্থ-বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি যৌথভাবে বিনিয়োগকৃত শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলব এবং আরও বেশি সহযোগিতা করব।

 

২০২৪ সালের ড্রাগন বর্ষ এবং ড্রাগন চীনের প্রতীক উল্লেখ করে সাক্ষাত্কার শেষে তিনি চীনা জনগণকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।
(শিশির/তৌহিদ/রুবি)