ইসরায়েলের হামলায় গাজা অঞ্চলে নিহত শতাধিক মানুষ: হামাসের বিবৃতি
2024-02-12 15:48:10

ফেব্রুয়ারি ১২: মধ্যপ্রাচ্য সময় আজ (সোমবার) ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস এক বিবৃতি প্রকাশ করেছে। এতে গাজা দক্ষিণাঞ্চলের রাফাহ শহর ও তার পাশের অঞ্চলে এদিন ভোরে ইসরায়েলের হামালার তীব্র নিন্দা জানানো হয়। এ পর্যন্ত হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে এবং নারী ও শিশুসহ আরও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি মানুষের মাতৃভূমি হারানোর দিনে এ হামলা চালায় ইসরায়েল। রাফাহে ১৪ লাখের বেশি লোক জড়ো হয়েছে এবং রাস্তায় অস্থায়ী ক্যাম্প বানিয়ে বাস করছে গৃহহীন মানুষ। মার্কিন সরকার ও প্রেসিডেন্ট জো বাইডেনকে এ হামলার পুরো দায়িত্ব নিতে হবে। কারণ, তারা এ হামলার অনুমতি দিয়েছে এবং ইসরায়েল সরকারকে অর্থ, অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

(শিশির/তৌহিদ/রুবি)