অলিম্পিকের টিকিট পেল নারী বাস্কেটবল দল
2024-02-11 18:24:00

ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: আগামী বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে চীনা নারী বাস্কেটবল দল।

গতকাল শনিবার ‘ফিবা নারী বাস্কেটবল অলিম্পিক কোয়ালিফাইং টুর্নামেন্টে’ ফ্রান্সের কাছে ৮২-৫০ ব্যবধানে পরাজিত হয়েছে চীনা দল। তবে এ ম্যাচের ফলাফল অলিম্পিকে অংশগ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলেনি।

কারণ এর আগেই অলিম্পিক কোয়ালিফাইং টুর্নামেন্টে পুয়ের্তো রিকোর সঙ্গে কষ্টার্জিত জয়ের মধ্য দিয়ে অলিম্পিকের মেগা আসরের টিকিট নিশ্চিত করে ফেলেছিল তারা। শনিবারের এ ম্যাচটি ছিল আসরের পূর্বে নিজেদের সক্ষমতা যাচাই আর নিয়ম রক্ষার।

বাছাই পর্বের প্রথম দুই রাউন্ড শেষে চীন ও পুয়ের্তো রিকো একটি জয় ও একটিতে হেরেছে। এছাড়া নিউজিল্যান্ড কোনও জয়ের দেখা পায়নি।

এদিন শুরু থেকেই দুই দল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। অপেক্ষাকৃত শক্তিশালী ফ্রান্স খেলার শুরু থেকেই নিজেদের শক্তিমত্তার জানান দেয়। যদিও চীনা খেলোয়াড়দের দৃঢ়তায় বেশ কিছু ভালো সুযোগ ব্যর্থ হয় আয়োজক দেশটির। ফলে প্রথমার্ধে মাত্র ২৪ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয় ফরাসিদের।

বিরতির পর জ্বলে ওঠার অপেক্ষায় থাকা চীনা নারীদল বেরুতে পারেনি ব্যর্থতার জাল থেকে। তাই শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়।

এদিকে আয়োজক দেশ হিসেবে এবারের আসরে সরাসরি অংশগ্রহণ করছে ফ্রান্স।

চীনের প্রধান কোচ চেং ওয়েই বলেন, “আমরা ফ্রান্সের আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এশিয়ান দলগুলোর বিরুদ্ধে খেলছি তাই আমরা এখনও বিশ্বমানের দলগুলোর ছন্দে খুব বেশি অভ্যস্ত হয়ে উঠতে পারিনি।”

তিনি আরও বলেন, “ফ্রান্সের খেলোয়াড়দের থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। কিছু ফরাসি খেলোয়াড়ের দুর্দান্ত।”

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিজিটিএন