ফেব্রুয়ারি ১১: আজ (মঙ্গলবার) দুপুর ১২টা ৫৮ মিনিটে চীনের চান্দ্র নববর্ষের ছুটির সময় প্রদর্শিত মুভি’র মোট বক্সঅফিসের আয় দুই বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। আপাতত ‘ইউলো’, ‘পেগাসাস-২’ এবং ‘ বোনি বেয়াস: টাইম টুইস্ট’ এ তিনটি মুভি বক্সঅফিসে শীর্ষস্থান দখল করেছে।
লিলি/তৌহিদ