পাকিস্তান জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশিত
2024-02-11 17:42:39

ফেব্রুয়ারি ১১: পাকিস্তান সময় (রোববার) দেশটির নির্বাচন কমিটি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।

ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জোট ১০১টি আসনে জয় পেয়েছে। পাশাপাশি, মুসলিম লিগ (নেওয়াজ শরিফ) ৭৫টি আসন জিতেছে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪টি আসন জিতেছে এবং বাকি পার্টিগুলো ৫০টিরও কম আসন পেয়েছে। কোন পার্টি এককভাবে অর্ধেক আসন (১৬৮টি) না পাওয়ায় দেশটিতে নানা পক্ষের সমন্বিত মন্ত্রিসভা গঠিত হবে।

 

পাকিস্তান জাতীয় সংসদে মোট ৩৩৬টি আসন আছে। সংসদ সদস্যদের কার্যমেয়াদ পাঁচ বছর হবে।

(শিশির/তৌহিদ/রুবি)