আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা
2024-02-11 18:25:39

ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের ৫৭তম বিশ্ব ইজতেমা। রোববার সকাল ১১টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং ১১টা ৪৩ মিনিটে শেষ হয়।

 

এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

 

মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষে পরিপূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান ও আশেপাশের সড়ক ও অলিগলি।

 

এর আগে ইজতেমার ময়দানে সমবেত লাখ লাখ মুসল্লির উদ্দেশে ইমান, আমল ও দ্বীনের দাওয়াতসহ তাবলিগের ৬টি ওসুল বা মূলনীতির উপর হেদায়েতি বয়ান পেশ করা হয়।

শেষ পর্বের ইজতেমায় ৬২টি দেশের প্রায় ৮ হাজার বিদেশি মুসল্লি শরিক হোন।

নাহার/রহমান