চীনের ই-কমার্স লজিস্টিকস সূচক বেড়েছে জানুয়ারিতে
2024-02-11 18:26:51

ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি মাসে চীনের ই-কমার্স লজিস্টিকস সূচক ১১২ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের মাসের সূচক থেকে শূন্য দশমিক ৪ পয়েন্ট বেশি। চীনের লজিস্টিকস ও ক্রয় ফেডারেশন এ তথ্য জানিয়েছে।

ফেডারেশন বলছে, ট্র্যাকিং লজিস্টিকসের উপসূচক জানুয়ারিতে ১২৫ দশমিক ৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

এ ফেডারেশনের উপাত্তে দেখা যায়, গ্রামীণ অঞ্চলে ট্র্যাকিং লজিস্টিকসের উপসূচক তার অবনমনের গতি রোধ করেছে এবং ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ১২৯ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সংস্থাটি বলছে, চীনের বসন্ত উত্সবকে কেন্দ্র করে ডেলিভারির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই সূচকগুলো ঊর্ধ্বমূখী রয়েছে।

 

- রাসু/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া