যুদ্ধের প্রস্তুতি হিসেবে ন্যাটো দেশগুলোকে সামরিক সরঞ্জাম বাড়ানোর নির্দেশ দিলেন স্টলটেনবার্গ
2024-02-11 16:19:31

ফেব্রুয়ারি ১১: ইউক্রেনকে অস্ত্র দেওয়া ও মজুদ পূরণ করতে ন্যাটোর দেশগুলোর উচিত্  সামরিক সরঞ্জাম উত্পাদন শুরু করা ও প্রসারিত করা। ন্যাটোর মহাসচিব জেমস স্টলটেনবার্গ গতকাল(শনিবার)জার্মান গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেছেন। শান্তির সময়ে ধীর উত্পাদন থেকে যুদ্ধ সময়ের দ্রুত উত্পাদন মোডে পরিবর্তন করার কথাও বলেন তিনি।

 

এদিকে, জার্মান সশস্ত্র বাহিনীর পরিচালক এদিন এক সাক্ষাত্কারে বলেন, স্নায়ুযুদ্ধের পর তাঁর দেশ প্রথমবারের মতো বাহ্যিক যুদ্ধের তীব্র হুমকির মুখে আছে। আগামী পাঁচ বছরে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।

(শিশির/তৌহিদ/রুবি)